এক আর্থিক প্রতিষ্ঠান সহ দুই ব্যাঙ্ককে শাস্তি দিল RBI!

RBI Action

সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বিরাট সিদ্ধান্তের (RBI Action) পথে হাঁটল। হ্যাঁ, দুই সমবায় ব্যাঙ্ক এবং একটি নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানির উপর বড় অংকের জরিমানা চাপিয়ে দিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। অভিযোগ উঠছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়ম আর নির্দেশিকা মানতে ব্যর্থ হওয়ায়, বিশেষ করে কেওয়াইসি এবং অন্যান্য ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত কিছু নিয়মে গাফিলতি হওয়ার জন্য এই জরিমানা। তবে এবার তালিকায় কোন কোন ব্যাঙ্ক? 

জরিমানার মুখে উৎকল কো-অপারেটিভ ব্যাঙ্ক

উড়িষ্যার ভুবনেশ্বরের উৎপল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের উপর এবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক  2.53 লক্ষ টাকা জরিমানা ধার্য করল। তদন্তে উঠে এসেছে কেওয়াইসি সংক্রান্ত কিছু নির্দেশ অমান্য করার অভিযোগ। পাশাপাশি আরবিআই-এর পূর্বানুমতি ছাড়া মূলধনী ব্যয় এবং গ্রাহকদের ক্রেডিট তথ্য নির্ধারিত কোম্পানিতে পাঠাতে ব্যর্থ হওয়ায় এই জরিমানা ধার্য করা হয়েছে। এমনকি এই ব্যাঙ্কটি আরবিআই-এর রেকর্ড রেজিস্ট্রিতে কেওয়াইসি তথ্যও আপলোড করেনি।

ছত্তিশগড়ের ব্যাঙ্কেও গাফিলতি

দ্বিতীয়ত, ছত্তিশগড়ের বিলাসপুরের ডিসট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের উপরেও বড় অংকের জরিমানা করা হয়েছে। হ্যাঁ, এই ব্যাঙ্কের উপর 1 লক্ষ টাকা জরিমানা নেওয়া হয়েছে। 31 মার্চ 2024-এ NABARD-এর অনুসন্ধানে ধরা পড়েছিল যে, ব্যাঙ্ক নির্দিষ্ট কিছু সময়ে আমানতকারীদের শিক্ষা ও সচেতনতা তহবিলে অযোগ্য দাবিহীন অর্থ স্থানান্তর করে। তাই ব্যাঙ্কও জানিয়ে দিয়েছে, প্রমাণ ও তদন্তের ভিত্তিতেই আরবিআই জরিমানা করেছে। 

ফাইন্যান্স কোম্পানির ক্ষেত্রেও জরিমানা

ব্যাঙ্ক ছাড়াও মহারাষ্ট্রের পুনের আলটাম ক্রেডো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেডকে এবার 10 হাজার টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। মূলত 2023 সালের মার্চ ও 2024 সালের মার্চ মাসের ন্যাশনাল হাউসিং ব্যাঙ্কের পরিদর্শনে কিছু ঝুঁকি শ্রেণীবিন্যাসের নিয়মিত পর্যালোচনা ছিল না। তাই নির্দেশিকা অমান্যের প্রমাণ মেলাতেই জরিমানা চাপানো হয়েছে।

আরও পড়ুনঃ মার্কিন শুল্কযুদ্ধের মাঝে ভারতের নয়া নিষেধাজ্ঞা, কোপের মুখে বাংলাদেশের রপ্তানি

গ্রাহকদের উপরে কি প্রভাব পড়বে?

তবে এক্ষেত্রে উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই পদক্ষেপ শুধুমাত্র নিয়ম না মানার কারণে ব্যাঙ্কের উপরেই শাস্তি। গ্রাহক বা ব্যাঙ্কের লেনদেন কিংবা চুক্তির উপরে কোনোরকম প্রভাব পড়বে না। অর্থাৎ আপনার জমা রাখা টাকা বা ফিক্সড ডিপোজিট সম্পূর্ণ নিরাপদ থাকবে।

Leave a Comment