সৌভিক মুখার্জী, কলকাতা: ইলেকট্রিক টু-হুইলারের দুনিয়ায় আবারো চমক দিল TVS। এবার সংস্থাটি লঞ্চ করেছে তাদের সবথেকে সস্তার ই-স্কুটার TVS Orbiter, যার দাম রাখা হচ্ছে মাত্র 99,990 টাকা। জানা যাচ্ছে, এই স্কুটারটি একবার চার্জ দিলেই 158 কিলোমিটার চলবে।
ফিউচারিস্টিক ডিজাইনে আসছে নতুনত্ব
TVS-র জনপ্রিয় মডেল iQube-র থেকে মূলত এই নতুন Orbiter অনেকটাই লম্বা। স্কুটারের সামনের দিকে থাকছে এলইডি হেডলাইট ও পুরো এপ্রনের জুড়ে এলইডি লাইট স্ট্রিপ। উজ্জ্বল রং এবং ডুয়াল-টোন পেইন্ট স্কুটারটিকে আরো নতুনত্ব দিচ্ছে। আর পেছনের অংশে Ather Rizta-র ছোঁয়া পাওয়া যাচ্ছে।
পাশাপাশি সামনের চাকায় থাকছে 14 ইঞ্চির হুইল, যা iQube-এর তুলনায় 2 সাইজ বড়। আর পিছনে থাকছে 12 ইঞ্চির চাকা, যেখানে হাব-মাউন্টেড মোটর বসানো হচ্ছে। আর এই স্কুটারের গ্রাউন্ড ক্লিয়ারনেস 169 মিলিমিটার।
আরামদায়ক সিটিং এবং বিশাল স্টোরেজ
টিভিএস জানাচ্ছে, নতুন Orbiter-এ 845 মিলিমিটার লম্বা সিট এবং 290 মিলিমিটার লম্বা ফ্ল্যাট ফুটবোর্ড থাকছে। এমনকি এপ্রনের ভেতরে থাকছে একটি আলাদা স্টোরেজ স্পেস। এর পাশাপাশি আন্ডার সিট স্টোরেজ থাকছ 34 লিটার, যেখানে খুব সহজেই দুটি হেলমেট রাখা যাবে।
Go Orbiting with the all-new TVS Orbiter.
A ride that moves with you, wherever you go.
Always ready, always reliable, and Always On – designed to make your daily lifestyle effortless, exciting, and unforgettable.
— TVS Motor Company (@tvsmotorcompany) August 28, 2025
রেঞ্জ এবং ব্যাটারি পারফরম্যান্স
অফিসিয়াল রিপোর্ট মারফৎ জানা গিয়েছে, Orbiter-এ 3.1 কিলোওয়াট-আওয়ার ব্যাটারি প্যাক দেওয়া হচ্ছে। যদিও ইন্ডিয়ান ড্রাইভিং সাইকেলের হিসাব অনুযায়ী, এটি একবার চার্জ দিলেই পুরো 158 কিলোমিটার দৌড়বে। তবে বাস্তবে এর রেঞ্জ মোটামুটি 100 কিলোমিটার হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুনঃ মোদীর মাস্টারস্ট্রোক, GST দিয়েই লাগাম টানবে ট্রাম্পের ট্যারিফ! জিনিসপত্র হবে আরও সস্তা
তাই যদি সস্তায় নতুন ডিজাইন আর চমক দেওয়া ফিচার্সের কোনো ই-স্কুটার খুঁজে থাকেন, তাহলে TVS Orbiter হতে পারে একেবারে সেরা বিকল্প। কারণ বিশেষজ্ঞরা মনে করছে, বাজারে এই স্কুটারের সেগমেন্ট গ্রাহকদের কাছে খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠতে পারে।