সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের বৈদ্যুতিক গাড়ির বাজারে এবার চমক দিল দেশীয় স্টার্টআপ সংস্থা Zelo Electric। হ্যাঁ, তারা এবার লঞ্চ করল নাইট প্লাস ই-স্কুটার (Night Plus Scooter)! দাবি উঠছে যে, এটিই এখনো পর্যন্ত দেশের মধ্যে সবথেকে সস্তার স্মার্ট ইলেকট্রিক স্কুটার। আদৌ কি তাই? কম দাম মানে কি ফিচার্সে কমতি? না এক্কেবারে নয়! বরং কম দামেই দামি স্কুটারের সঙ্গে পাল্লা দিচ্ছে এটি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
দাম এবং আকর্ষণ
যারা কম বাজেটে ভালো পারফরম্যান্স যুক্ত স্কুটার খুঁজছেন, তাদের জন্য নাইট প্লাস হতে পারে এক্কেবারে সেরা বিকল্প। কারণ এই স্কুটারের দাম রাখা হচ্ছে মাত্র 59,990 টাকা। আর এই দামেই এতে মিলছে হিল হোল্ড কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, ফলো-মি-হোম হেডল্যাম্প এবং ইউএসবি চার্জিং পোর্টের মতো সব উন্নতমানের ফিচার্স। পাশাপাশি বাজারে এই স্কুটারটি পাওয়া যাচ্ছে গ্লসি হোয়াইট গ্লসি হোয়াইট, গ্লসি ব্ল্যাক এবং ডুয়াল-টোন কালার অপশনে।
ব্যাটারি ক্ষমতা এবং রেঞ্জ
খোঁজ নিয়ে জানা গেল, নাইট প্লাস স্কুটারে রয়েছে 1.8 কিলোওয়াট আওয়ার ক্ষমতা সম্পন্ন একটি পোর্টেবল LFP ব্যাটারি। কোম্পানি দাবি করছে যে, এই ব্যাটারিটি একবার পুরো চার্জ দিলেই 100 কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এমনকি এই স্কুটারের সর্বচ্চ গতিবেগ 55 কিলোমিটার প্রতি ঘন্টা, যা শহরে যাতায়াতের জন্য যথেষ্ট। তাই যারা জ্বালানির দাম বৃদ্ধির কারণে বৈদ্যুতিক যানবাহনের দিকে পা বাড়াতে চাইছেন, তার জন্যদে সাশ্রয়ী মূল্যে এটি হতে পারে কার্যকরী সমাধান।
আরও পড়ুনঃ ১৫ আগস্টের আগে কীভাবে FASTag Annual Pass অ্যাক্টিভ করবেন? জেনে নিন সবটা
উল্লেখ্য জানিয়ে রাখি, আগামী 20 আগস্ট, 2025 থেকেই শুরু হবে এই নাইট প্লাস স্কুটারের ডেলিভারি। ইতিমধ্যেই দেশের সমস্ত Zelo Electric ডিলারশিপের কাছে প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে। তাই আপনারও বাজেট যদি সীমিত হয় এবং সেই বাজেটে যদি স্টাইলিশ বা স্মার্ট কোনো স্কুটার খোঁজেন, যেটি পারফরম্যান্স ও ফিচার্সে ভরপুর, তাহলে এটি হতে পারে আপনার জন্য সেরা সুযোগ। তাই এখনই বুক করে ফেলুন।