প্রীতি পোদ্দার, কলকাতা: কয়েক দশেক পর অবশেষে মহেশতলার (Maheshtala) ঘরে এবং রাস্তায় জ্বলল বৈদ্যুতিক আলো! গত বৃহস্পতিবার স্থানীয় এলাকার বাসিন্দারা বিদ্যুৎ সমস্যার কথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে জানানো মাত্রই তড়িঘড়ি পাওয়া গেল সুবিধা, ঘরে ঘরে চালু হল বৈদ্যুতিক পাখা লাইট। সমস্যার কথা আগে জানলে আরও দ্রুত কাজ হত বলে দাবি জানিয়েছেন বাসিন্দারা। এত বছর পর বিদ্যুৎ পরিষেবা পাওয়ায় বেশ খুশি মহেশতলার পরিবার।
কর্মসূচিতেই মিলল সমস্যার সমাধান
এই সময়ের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, দীর্ঘ কয়েক বছর ধরেই বিদ্যুৎ পরিষেবা ছিল না মহেশতলার গোষ্ঠতলার ছ’টি পরিবারে। অর্থের অভাবে একপ্রকার দিন চলছিল তাঁদের। কিন্তু, দিন পনেরো আগে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘এক ডাকে অভিষেক’ নামের এক কর্মসূচি চালু করেন। যার মাধ্যমে স্থানীয়রা হোয়াটসঅ্যাপ গ্রুপে নানা সমস্যার কথা জানাতে পারবেন। আর সেই কর্মসূচিকেই হাতিয়ার করেছে মহেশতলার ওই পরিবার। গ্রুপে তাঁদের সমস্যার কথা জানাতেই মেলে সমাধান।
১৫ দিনের মধ্যেই মিলল বিদ্যুৎ পরিষেবা
বিদ্যুৎ পরিষেবা নিয়ে মহেশতলার পরিবার জানায়, ওই গ্রুপেই সাংসদ জানিয়েছেন যে সপ্তাহ দুয়েকের মধ্যে সমস্যার সমাধান হবে। আর কথা মাত্রই ১৫ দিনের মধ্যেই তা বাস্তবায়িত হয়েছে। পরিবারের সদস্য কাঞ্চন দাস জানিয়েছেন যে, ‘আমাদের অনেক দিনের আশা পূরণ করেছেন সাংসদ। তিনি না থাকলে কোনওদিনই আলো জ্বলত না।’ আপাতত এই পরিষেবা বিনামূল্যেই মিলতে চলেছে বলে জানা গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বছর তিরিশ বছর ধরে তাঁরা বিভিন্ন জায়গায় বিদ্যুতের সংযোগ চেয়ে আবেদন করেছিলেন কিন্তু কোনও সুরাহা হয়নি। অবশেষে এই উদ্যোগে খানিক স্বস্তি মিলেছে।
আরও পড়ুন: ‘ওনার বাবার কুসন্তান উনি!’ নাম না নিয়ে কুণাল ঘোষকে আক্রমণ অভয়ার পরিবারের
উল্লেখ্য গত বছরের শেষের দিকে মহেশতলার ৭ নং ওয়ার্ডের তারা মা ঘাট সংলগ্ন আকড়া সুখলি পাড়ায় বিদ্যুৎ পৌঁছে দিয়েছিল CESE। স্থানীয় পৌরসভার পৌরপিতা গোপাল সাহা সমস্যার কথা শুনে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যোগাযোগ করলে সেই সময় শুরু হয় কাজ। এবার প্রায় ৩০ বছর পর বিদ্যুৎ পরিষেবা পেল মহেশতলার গোষ্ঠতলার ছ’টি পরিবার।