এক দশক পর ঠিকা-প্রজা সার্টিফিকেট দেওয়া শুরু করল কলকাতা পুরসভা, কীভাবে পাবেন?

Contract Tenant Certificate

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ এক দশক অপেক্ষার অবসান ঘটল। প্রায় 11 বছর পর কলকাতা পুরসভার ঠিকা-প্রজা সার্টিফিকেট (Contract Tenant Certificate) বিতরণের প্রক্রিয়া শুরু হল। হ্যাঁ, গত সপ্তাহে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নিজের হাতেই 27 জন আবেদনকারীর হাতে এই বহু প্রতিক্ষিত শংসাপত্র তুলে দিয়েছেন।

প্রসঙ্গত জানিয়ে রাখি, 2014 সালের নভেম্বর মাসে এই সার্টিফিকেট প্রদান বন্ধ হয়েছিল। ফলে নাগরিকরা যেমন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল, ঠিক তেমনই পুরসভাও বিপুল রাজস্ব হারাচ্ছিল। তবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মন্ত্রিসভার অনুমতি এবং মেয়রের হস্তক্ষেপে এই উদ্যোগ আবারও চালু হল।

কীভাবে পাবেন শংসাপত্র?

আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, আবেদনকারীদের নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিতে হবে। আর সবকিছুই খতিয়ে দেখে যদি সব ঠিকঠাক থাকে, তাহলে শংসাপত্র দেওয়া হবে। মেয়র নির্দেশ দিয়েছেন যে, আগামী ছয় মাসের মধ্যেই এই গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, বর্তমানে কলকাতার 1 থেকে 100 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই সুবিধা পাচ্ছেন।

এ বিষয়ে এক পৌরসভার আধিকারিক জানিয়েছেন, সরকারী ভাষায় এই সার্টিফিকেট প্রদানের প্রক্রিয়াকে বলা হচ্ছে রিটার্ন। এতদিন ঠিকা জমিতে বসবাসকারীদের কোনোরকম আইনি স্বীকৃতি দেওয়া হচ্ছিল না। ফলে বাড়ির মিউটেশন থেকে শুরু করে অ্যাসেসমেন্ট বা নতুন বাড়ি নির্মাণের অনুমতিও পাওয়া যাচ্ছিল না। তবে সার্টিফিকেট হাতে পেলে আবেদনকারীরা সরাসরি সরকারকে জমির ভাড়া দিতে পারবে। আর মিউটেশন ও কর সংক্রান্ত ডকুমেন্ট খুব সহজে পাওয়া যাবে।

আরও পড়ুনঃ শুরুতেই বেতন ৬৭,৭০০! AIIMS কল্যাণীতে পরীক্ষা ছাড়াই চাকরি

এদিকে এই পরিষেবা শুধুমাত্র নাগরিকদের সুবিধা নয়, বরং পুরসভার রাজস্ব বৃদ্ধিতেও বিরাট ভূমিকা নেবে বলে মনে করছে পৌর কর্তৃপক্ষ। জমির ভাড়া থেকে শুরু করে মিউটেশন বা অ্যাসেসমেন্ট বাবদ পৌরসভার আয় অনেকটাই বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Comment