এক প্রিমিয়ামেই আজীবন সঞ্চয়, সুরক্ষা! নতুন প্ল্যান আনছে LIC

LIC Jeevan Utsav

সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি কোথাও  পারছেন না? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। জীবন বীমা কর্পোরেশন ‘জীবন উৎসব’ (LIC Jeevan Utsav) নামে একটি নতুন প্ল্যান চালু করতে চলেছে। বীমা সংস্থার দেওয়া তথ্য অনুসারে, এই নতুন পরিকল্পনাটি ১২ জানুয়ারি লঞ্চ হবে। সরকারি বীমা সংস্থা জানিয়েছে যে এই প্ল্যানটি একটি অ-অংশগ্রহণকারী, নন-লিঙ্কড, ব্যক্তিগত সেভিংস এবং সম্পূর্ণ জীবন বীমা পরিকল্পনা হতে চলেছে। এটি পলিসিধারকদের একবারে প্রিমিয়াম পরিশোধ করতে দেওয়ার অনুমতি দেবে। এর ফলে লাভবান হবেন পলিসি ধারকরা।

LIC -র জীবন উৎসব প্ল্যান কী?

LIC এই প্ল্যানের মাধ্যমে আগামী দিনে গ্রাহকদের বীমা সুরক্ষা এবং সঞ্চয় উভয়ই প্রদান করে। একটি একক-প্রিমিয়াম পরিকল্পনা হিসাবে, সিঙ্গেল প্রিমিয়াম প্রদান করলে আজীবন কভারেজ পাওয়া যায়। এর সঙ্গে একটি নন-লিঙ্কড পলিসি হওয়ায়, এটি বাজারের ঝুঁকি থেকে মুক্ত থাকবে। তবে, বীমা কোম্পানি তাদের এক্সচেঞ্জ ফাইলিংয়ে সম্পূর্ণ পণ্যের বিবরণ প্রদান করেনি। ১২ জানুয়ারি পণ্যটি চালু হওয়ার পর একটি সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

আরও পড়ুন: সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৬,৭১৫ টাকা করে দিচ্ছে সরকার? কারা পাবে? জানুন

পলিসি ধারকদের আরও সুখবর দিয়েছে LIC

নতুন বছর উপলক্ষে LIC তার গ্রাহকদের জন্য আরও একটি সুখবর ঘোষণা করেছে। LIC ল্যাপসড পলিসিগুলি পুনরায় সক্রিয় করার জন্য একটি বিশেষ নতুন প্রচার শুরু করেছে। এই প্রচারটি ১ জানুয়ারি, ২০২৬ থেকে শুরু হয়েচ্ছে, ২ মার্চ, ২০২৬ পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে আপনি যদি আপনার ল্যাপসড পলিসি পুনরায় সক্রিয় করেন, তাহলে আপনি লেট ফি-এর ওপর ৩০% ছাড় পাবেন।

আরও পড়ুন: খরচ করেছেন মাত্র ২০ লক্ষ, বহরমপুরে একটি কাজও সম্পন্ন করেননি ইউসুফ পাঠান

এই বিশেষ অভিযানের অধীনে, যদি আপনার পলিসি ১ টাকা লক্ষ পর্যন্ত হয়, তাহলে আপনি সর্বোচ্চ ৩,০০০ টাকা অবধি লেট ফি ছাড় পাবেন। ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত বীমাকৃত পলিসি ৪,০০০ টাকা বিলম্ব ফি ছাড় পাবেন এবং ৩ লক্ষ টাকার বেশি বীমাকৃত পলিসি ৫,০০০ বিলম্ব ফি হিসেবে ছাড় পাবেন।

Leave a Comment