এক বোতল খেলে মৃত্যু নিশ্চিত! এটিই বিশ্বের সবথেকে শক্তিশালী বিয়ার

Snake Venom Beer

সৌভিক মুখার্জী, কলকাতা: মদে আসক্ত তো বহু মানুষ। আবার অনেকে বিয়ারকে (Beer) বেশি প্রাধান্য দেয়। তবে আপনি কি জানেন, বিশ্বে এমন একটি শক্তিশালী বিয়ার রয়েছে, যার একটি বোতল খেলেই মৃত্যু নিশ্চিত! হ্যাঁ, অনেকেই মদ্যপান উপভোগ করে ঠিকই। কেউ শখের বসে খায়, আবার কেউ কেউ আসক্ত হয়ে পড়ে খায়। আর মদ এমনিতেই আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সে তথ্য বোতলের উপরে লেখা থাকে। তবুও তা সত্ত্বেও প্রচুর মানুষ প্রতিদিন মদ্যপান করে থাকে। তবে আজ আমরা যে বিয়ার সম্পর্কে কথা বলব, সে সাধারণ কোনও বিয়ার নয়, বরং মৃত্যুফাঁদের মতো কাজ করে।

বিয়ারে কতটা অ্যালকোহল থাকে?

বেশিরভাগ মানুষ মদের বদলে বিয়ার পান করে। কারণ, এতে অ্যালকোহলের পরিমাণ অনেকটাই কম থাকে। আর বিয়ার সাধারণত হালকা হয়, কিন্তু ঝাঁঝালো। বিয়ারে মোটামুটি ৪% অ্যালকোহল থাকে। অন্যদিকে তীব্র বিয়ারে ৮ থেকে ১২% পর্যন্ত অ্যালকোহল থাকতে পারে। তবে আমরা যে বিয়ার সম্পর্কে কথা বলব, তাতে ৬৭ শতাংশরও বেশি অ্যালকোহল থাকে। হ্যাঁ, বিশ্বাস না করলেও এক্কেবারে সত্যি।

আসলে বিশ্বের সবথেকে শক্তিশালী বিয়ার হল স্নেক ভেনম বিয়ার। আর এটি মূলত স্কটল্যান্ডে তৈরি হয়। নাম শুনে বোঝা যাচ্ছে যে সাপের বিষের সঙ্গে হয়তো জড়িত। কিন্তু না, সাপের বিষ থেকে তৈরি হয় না। এতে অ্যালকোহলের পরিমাণই থাকে ৬৭.৫%। আর সে কারণেই এটিকে এমন নাম দেওয়া হয়েছে। কারণ, এটি শরীরে বিষের মতো কাজ করে। অনেক দেশ এটিকে নিষিদ্ধ করে দিয়েছে। যেখানে হুইস্কি, রাম বা ভদকাতে ৪০ থেকে ৫২% পর্যন্ত অ্যালকোহল থাকে, সেখানে এই বিয়ারের বোতল পান করা সবথেকে বিপজ্জনক। এমনকি এই বিয়ারের এক বোতলের দামই ১০,০০০ টাকা থেকে ১৫,০০০ টাকার মধ্যে।

আরও পড়ুনঃ অরেঞ্জ থেকে গোলাপি, রং বদলাচ্ছে iPhone 17 Pro এর! বিপাকে ব্যবহারকারীরা

মৃত্যু কখন হতে পারে?

ধরুন, আপনি ভুল করে এই স্নেক ভেনম বিয়ারকে সাধারণ বিয়ার ভেবে খেয়ে নিলেন। তাহলে আপনার মৃত্যু ১০০% নিশ্চিত। কারণ, ৬৭ শতাংশ অ্যালকোহলযুক্ত বিয়ার এক বোতল খাওয়া মানে গুরুতর স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দেবে। এমনকি তাৎক্ষণিক চিকিৎসা না করলেই মৃত্যু হবে। আর এ কারণেই এটিতে সতর্কবার্তা লেবেল দেওয়া হয়েছে। আর সেখানে বলা রয়েছে, ভুলেও ৩৫ থেকে ৪০ মিলিলিটারেরর বেশি পান করবেন না। তাই ভুলেও যেন কোনওদিন এই বিয়ারে ছুঁয়ে দেখবেন না।

Leave a Comment