বিক্রম ব্যানার্জী, কলকাতা: সময়ের সাথে সাথে প্রশাসনিক কঠোরতার মাঝে প্রতারকরা নিজেদের প্রতারণার ধরণ বদলে ফেলছে। প্রতিদিনের নিত্যনতুন জালিয়াতির পর এবার এক ভিন্ন ধরনের প্রতারণার সাক্ষী থাকল পাঞ্জাব (Punjab)।
TV 9 এর একটি প্রতিবেদন অনুযায়ী, পাঞ্জাবের বাসিন্দা এক ব্যক্তি ইংল্যান্ড নিবাসী তাঁর স্ত্রীয়ের কাছে যাওয়ার জন্য ভিসা আনতে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি জানতে পারেন, তাঁর স্ত্রীয়ের 15 জন স্বামী রয়েছে। প্রথমে বিষয়টি জানার পর একেবারে মাথায় হাত দিয়েছিলেন পাঞ্জাবের রাজপুরার বাসিন্দা ভিন্দর সিং। পরে জানলেন আসল ঘটনা।
এক ভিন্ন প্রতারণার জালে ভিন্দর এবং তাঁর স্ত্রী
জানা গিয়েছে, স্ত্রীয়ের দেশ অর্থাৎ ইংল্যান্ডে যাওয়ার ভিসা পাননি পাঞ্জাবের ওই ব্যক্তি। এদিকে হঠাৎ জানতে পেরেছেন বিদেশে নাকি একেবারে 15 জন স্বামী পাতিয়ে রেখেছেন তাঁর স্ত্রী। তবে পরে মগজে ঢোকে গোটা বিষয়টি। জানতে পারেন, ভুয়ো পরিচয় পত্র ব্যবহার করে 15 জন যুবককে তাঁর স্ত্রীয়ের স্বামী হিসেবে ইংল্যান্ডে পাঠানো হয়েছে। এদিকে ওই মহিলা এই প্রতারণার বিষয়ে কিছুই জানতেন না।
রিপোর্ট অনুযায়ী, এক ইমিগ্রেশন কোম্পানির অপারেটর প্রশান্ত এবং তাঁর স্ত্রী রুবি মিলে এই প্রতারণা চক্র চালাতেন। তাঁরই পাঞ্জাবের আলমপুরের বাসিন্দা ভিন্দর সিংয়ের স্ত্রীয়ের নাম করে 15 জন যুবককে ভারত থেকে ইংল্যান্ডে পাঠিয়েছিলেন। পুলিশ সূত্রে খবর, ভুয়ো পরিচয় পত্র বানিয়ে ওই ব্যক্তিদের ইংল্যান্ডে পাঠানোর জন্য প্রত্যেকের কাছ থেকে মোটা টাকা ঘুষ বাবদ নিয়েছিলেন তারা।
জানা যাচ্ছে, প্রতারণার অভিযোগে ইতিমধ্যেই ওই দুই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর মামলা রুজু হয়েছে বলেই খবর। এদিকে, অভিযুক্ত দম্পতির প্রতারণার বিষয়ে অজ্ঞ মহিলা অর্থাৎ ভিন্দর সিংয়ের স্ত্রীকে ইংল্যান্ডে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ।
অবশ্যই পড়ুন: হিন্দুদের উপর অত্যাচার বাড়ছে বাংলাদেশে! ইউনূসের ব্যর্থতার প্রতিধ্বনি ব্রিটেনের সংসদে
অভিযুক্তদের বিরুদ্ধে মুখ খুললেন ভিন্দর
সম্প্রতি আলমপুরের বাসিন্দা ভিন্দর সিং জানিয়েছেন, তাঁর স্ত্রী ইংল্যান্ডে থাকেন। তিনি স্পন্সরশিপ পাঠিয়েছিলেন তাই ছেলেকে নিয়ে ইংল্যান্ডে যাওয়ার প্রয়োজন ছিল। এমন সময়ে একটি ইমিগ্রেশন কোম্পানি পরিচালনকারী ওই অভিযুক্ত দম্পতির কাছে ভিসার জন্য আবেদন জানালে, তাঁরা প্রথমে ভিন্দরের কাছ থেকে 5 লক্ষ 90 হাজার টাকা দাবি করে। সেটা দিতে রাজি না হওয়ায় তাঁরা ভিন্দরকে ভিসা দিতে পারবে না বলেই জানিয়ে দেন। অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করছেন পাঞ্জাবের বাসিন্দা!