এক মাস BLO-দের ছুটি বাতিল করল কমিশন, শনি-রবিতেও করতে হবে কাজ

Election Commission

প্রীতি পোদ্দার, কলকাতা: পশ্চিমবঙ্গের বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে এবং বুথ ভিত্তিক ভোটার তালিকায় কত নাম বাদ পড়েছে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যও প্রকাশিত হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, খসড়া তালিকা থেকে ৫৮ লক্ষেরও বেশি নাম বাদ পড়েছে। এবার যারা বাদ পড়েছেন, তাঁদের জন্য শুনানির সুযোগও রাখা হয়েছে। এমতাবস্থায় ভোটারদের অভিযোগ জানানোর ক্ষেত্রে BLO রা যাতে সক্রিয় ভূমিকা পালন করে তার জন্য বিশেষ নির্দেশিকা জারি করল কমিশন (Election Commission)।

আজ থেকেই শুরু আপত্তি ও অভিযোগ জানানোর পর্ব

কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ মঙ্গলবার সকালেই প্রকাশিত হয়েছে ২০২৬ এর খসড়া ভোটার তালিকা। এদিন প্রথমে নাম বাদের একটি তালিকা প্রকাশ করা হয়, তারপরই খসড়া তালিকা প্রকাশিত হয়। অনলাইন এবং অফলাইন দুইভাবেই এই তালিকা দেখা যাচ্ছে। এবার পালা ভোটার শুনানি পর্বের। আজ থেকেই শুরু হয়ে গেল টানা এক মাসের আপত্তি ও অভিযোগ জানানোর পর্ব। কারও নাম বাদ পড়লে, কোথাও বানান বা তথ্যগত ভুল থাকলে সব অভিযোগই জানানো যাবে এই সময়ের মধ্যে। তার ভিত্তিতে নোটিস জারি করে একে একে ডাকা হবে শুনানি। আর সেই সকল প্রক্রিয়ার দায়িত্বে থাকবেন বুথ লেভেল অফিসার। এবার তাঁদের জন্য নেওয়া হল কড়া পদক্ষেপ।

BLO-দের বিশেষ নির্দেশ কমিশনের

জানা গিয়েছে, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচিতে আগামী এক মাস কোনো ছুটি থাকবে না বিএলওদের। অর্থাৎ শুধু সোম থেকে শুক্র নয়, এর পাশাপাশি শনি ও রবিবারও নিজ নিজ বুথে বুথ লেভেল অফিসারদের বসা বাধ্যতামূলক করল নির্বাচন কমিশন। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কেন শনি রবিবার ডিউটি ফেলা হয়েছে BLO দের। সেক্ষেত্রে কমিশন জানিয়েছে বহু ভোটার আচ্ছে যাঁদের বেসরকারি সংস্থায় কর্মরত বা সপ্তাহান্তে তাঁদের ছুটি থাকে। ফলে কর্মদিবসে বুথে এসে অভিযোগ জানানো তাঁদের পক্ষে সম্ভব নাও হতে পারে। তাই একজন ভোটারও যাতে এই প্রক্রিয়া থেকে বঞ্চিত না হন, সেই কারণেই শনি-রবিবারেও বিএলওদের বুথে বসার নির্দেশ দেওয়া হয়েছে। অগত্যা ছুটি কার্যত ভুলে টানা এক মাস বুথে ডিউটি করতেই হবে তাঁদের।

আরও পড়ুন: যুবভারতী কাণ্ডে বন্ধ খামে রিপোর্ট নিয়ে দিল্লি গেলেন রাজ্যপাল

প্রসঙ্গত, নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটারদের অভিযোগ জানানোর পর্ব শেষ হলে ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হবে। আর সেই অভিযোগের ভিত্তিতে শুনানির দিনক্ষণ জানানো হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।এদিকে ভোটারদের অভিযোগ জানানোর জন্য ঠিক কোন সময় থেকে কোন সময় পর্যন্ত বিএলওরা বুথে থাকবেন, সে বিষয়ে এখনও স্পষ্ট নির্দেশিকা প্রকাশ্যে আনেনি কমিশন। আশা করা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে এই ব্যাপারে নির্দেশিকা পাঠানো হবে।

Leave a Comment