সহেলি মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে যাত্রীদের সুবিধার জন্য একের পর এক কাজ করেই চলেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। নিত্য নতুন রুটের উদ্বোধন থেকে শুরু করে মেট্রো সংখ্যা, সময়সীমা বৃদ্ধি সহ একাধিক কাজ করছে মেট্রো কর্তৃপক্ষ। এবারেও তার ব্যতিক্রম ঘটবে না। অবশেষে সকল অপেক্ষার অবসান ঘটিয়ে কলকাতা মেট্রো ১৫ ডিসেম্বর থেকে জয় হিন্দ বিমানবন্দর এবং শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে দুটি নতুন সরাসরি ট্রেন পরিষেবা চালু করতে চলেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
এবার শহীদ ক্ষুদিরাম থেকে জয় হিন্দ অবধি শুরু হচ্ছে মেট্রো পরিষেবা
মেট্রোর এই উদ্যোগের ফলে দমদম বিমানবন্দরে আসা-যাওয়া করা যাত্রীদের পাশাপাশি শহরের অন্যান্য অংশে ভ্রমণকারীদের সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। আপাতত, পরিষেবাগুলি পরীক্ষামূলকভাবে পরিচালিত হবে। মেট্রোর তরফে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, “সকালে বা সন্ধ্যায় দমদম বিমানবন্দরে আগত বিমান যাত্রীদের পাশাপাশি অন্যান্য যাত্রীদের সুবিধার্থে, মেট্রো রেলওয়ে ১৫ ডিসেম্বর সোমবার থেকে পরীক্ষামূলকভাবে জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত সরাসরি পরিষেবা চালু করছে।”
উপকৃত হবেন নিত্যযাত্রীরা
এবার আসা যাক রুট সম্পর্কে। জয় হিন্দ বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত সরাসরি মেট্রো ট্রেন পরিষেবা সপ্তাহের দিনগুলিতে নোয়াপাড়া হয়ে চলবে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত জয় হিন্দ বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত দুটি সরাসরি মেট্রো পরিষেবা একটি সকালে ব্যস্ত সময়ে এবং অন্যটি সন্ধ্যায় চলবে বলে খবর।
আরও পড়ুনঃ ঝড়ের গতিতে উড়বে প্রতিপক্ষের উইকেট! এই তুখোড় কিউই পেসারকে কিনতে পারে KKR
মেট্রোর সময়সূচি
প্রথম ট্রেনটি জয় হিন্দ বিমানবন্দর থেকে সকাল ০৯:৩৬ মিনিটে এবং দ্বিতীয়টি রাত ৯:০০ মিনিটে ছেড়ে যাবে। জয় হিন্দ বিমানবন্দর স্টেশন থেকে এই দুটি পরিষেবা মিলবে। যাত্রীরা এসপ্ল্যানেড, কালীঘাট, মহানায়ক উত্তম কুমার বা শহীদ ক্ষুদিরামের মতো স্থানে ভ্রমণ করতে পারবেন, তাদের নোয়াপাড়া স্টেশনে ট্রেন পরিবর্তন করতে হবে না।