এক লাফে দাম উঠতে পারে ১৮,০০০ এ! এখনই এই স্টকটি কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা

Experts recommend buying this multibagger stock that has given 1300 percent returns

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের ব্যাপক অনিশ্চয়তার মাঝেও বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটানো স্টকগুলির পোশাকি নাম ‘মাল্টিব্যাগার স্টক’ (Multibagger Stock)। স্টক মার্কেট (Stock Market) নিয়ে ঘাটাঘাটি করলে জানা যাবে, এমন বহু স্টক রয়েছে যেগুলিতে একটা সময়ে বিনিয়োগ করার সাহস পেতেন না অনেকে, সেই সব স্বল্প মূল্যের স্টকই আজ রাজা বানিয়েছে তার মালিকদের। সম্প্রতি তেমনই একটি স্টক চর্চার অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। হ্যাঁ, সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া স্টকটি 988 টাকা থেকে মাত্র পাঁচ বছরে প্রায় 14,000 টাকায় দাঁড়িয়ে। বিশেষজ্ঞদের বিশ্বাস, ওঠাপড়াকে সামনে রেখেই আগামীদিনে 18,000 টাকা ছাড়িয়ে যেতে পারে এই স্টকের দাম।

1300% রিটার্ন দিয়েছে এই স্টক

সৌর শিল্প খনির জন্য কার্তুজ, শিল্প বিস্ফোরক উৎপাদন করে থাকে সোলার ইন্ডাস্ট্রিস ইন্ডিয়া সংস্থাটি। শুধু তাই নয়, অবকাঠামো খাতের জন্যও বিস্ফোরক তৈরি করে এই প্রতিষ্ঠান। এছাড়াও সংস্থাটি প্রতিরক্ষা পণ্যও তৈরি করে থাকে। বলাই বাহুল্য, একটা সময়ে এই সংস্থার শেয়ারগুলিতে ভরসা ছিল না বিনিয়োগকারীদের। তবে বিগত 5 বছরে স্টক মার্কেটে কার্যত ঝড় তুলেছে সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ার স্টকগুলি।

জানলে অবাক হতে হয়, 2020 সালে দাঁড়িয়ে এই সংস্থার স্টকের দাম ছিল 988 টাকা। তবে সেই সময় ভরসা করে যারা এই স্টকে বিনিয়োগ করেছিলেন তারা আজ লাভের ঘরে। না বললেই নয়, মাত্র 5 বছরের মধ্যে 988 টাকা থেকে 13,792 টাকায় পৌঁছে গিয়েছে এই স্টক। 22 নভেম্বর, শনিবার এই দামেই ক্লোজিং হয়েছিল এই স্টকের। তবে আজ অর্থাৎ রবিবার এই স্টকটির দাম সামান্য কমে 13,758 টাকায় দাঁড়িয়েছে। তবে এই অবস্থার আগেই বিশেষজ্ঞরা একেবারে খোলাখুলি জানিয়েছিলেন, যাঁরা আজকের দিনে বিনিয়োগ করার কথা ভাবছেন তাঁরা যত দ্রুত সম্ভব এই স্টকে বিনিয়োগ করতে পারেন।

অবশ্যই পড়ুন: আচমকা KKR এর অধিনায়ক হয়ে যেতে পারেন এই সুপারস্টার প্লেয়ার

স্টক মার্কেট বিশেষজ্ঞদের একটা বড় অংশের কথায়, এই স্টকের বর্তমান বাজার ক্যাপটি 1.25 লক্ষ কোটি টাকা। এছাড়াও তিনটি ব্রোকারেজ সংস্থা এই স্টকগুলি সম্পর্কে যথেষ্ট আত্মবিশ্বাসী। এমনকি গোল্ডম্যান স্যাকস এই স্টকের লক্ষ্য মূল্য বাড়িয়েছে। এই মাল্টিন্যাশনাল ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক এবং ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানিটি দাবি করেছে, সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়ার স্টকের দাম খুব শীঘ্রই 18,215 টাকায় ট্রেড করতে পারে। তাদের বক্তব্য, 17,500 থেকে 18,000 বা তার অধিক মূল্যেও বিক্রি হতে পারে এই স্টক। মূলত সে কারণেই বিশেষজ্ঞরা এখনই এই স্টক কিনে রাখার পরামর্শ দিচ্ছেন। বেশ কয়েকজন পরামর্শদাতার বক্তব্য, স্টকের দাম কিছুটা কমেছে, তবে এতে ঘাবড়ানোর কিছু নেই। আগামী দিনে স্টক মার্কেট কিছুটা রান পেলে এই সংস্থার স্টকটির দাম লাফিয়ে বাড়তে পারে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment