এখনই কমছে না শীত, দক্ষিণবঙ্গের ৬ জেলায় হাড় কাঁপানো ঠান্ডা, আজকের আবহাওয়া

South Bengal Winter Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ আজ থেকেই মাঘ মাস পড়ে গেল। ভাবছেন শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে? সে গুড়ে বালি। আজ শুক্রবার থেকে আরও ঠান্ডা পড়তে চলেছে বাংলায় বলে পূর্বাভাস জারি করে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আপাতত রবিবার অবধি পারদ পতন জারি থাকবে বাংলায়। তারপর সোমবার ১৯ জানুয়ারি থেকে ধীরে ধীরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া গরম হতে শুরু করবে বলে খবর। যাইহোক, অন্যান্য দিনের মতো আজও জেলায় জেলায় ঘন কুয়াশার দাপট রয়েছে। সেইসঙ্গে কনকনে শীত তো রয়েইছেই। লাগাতার এরকম ঠান্ডায় যুবুথুবু আট থেকে আশি সকলেই। আজও শীত জাঁকিয়ে না বসলেও শীতের স্পেল কিন্তু কার্যত জারি রয়েছে। চলুন আজ সারাদিন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবারও তীব্র শীতের ব্যাটিং অব্যাহত থাকবে বীরভূম, বাঁকুড়া, নদীয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং হাওড়া জেলায়। উল্লেখিত জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ৩% বেতন বাড়ল বাংলার শিক্ষকদের, বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলি এবং উত্তর ২৪ পরগনার মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে খবর। এক বুলেটিনে, আইএমডি জানিয়েছে যে আগামী সাত দিন রাজ্যের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এতে আরও বলা হয়েছে যে বেশ কয়েকটি এলাকায় বিদ্যমান ঠান্ডা পরিস্থিতি কিছুটা কমতে পারে, সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

আরও পড়ুন: চাঁদে তৈরি হচ্ছে বিলাসবহুল হোটেল! এক রাতের ভাড়া জানলে চমকে যাবেন

Image

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আইএমডি কলকাতা অনুসারে, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা খুব বেশি। কুয়াশা থাকলেও তীব্র শীতের কামড় থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। পারদ থাকতে পারে ৩ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Leave a Comment