এখনই নয় অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ! কবে চালু? দিনক্ষণ জানাল কমিশন

SIR in West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ থেকেই বাংলা জুড়ে শুরু হয়েছে SIR (SIR in West Bengal) প্রক্রিয়া। বাড়ি বাড়ি গিয়ে বুথ লেভেল অফিসাররা বিলি করছেন এনুমারেশন ফর্ম। এমনকি সাধারণ মানুষকে তারা এই ফর্ম ফিলাপের সমস্ত পদ্ধতি বুঝিয়েও দিচ্ছেন। পাশাপাশি ফর্ম ফিলাপে যাবতীয় সাহায্যও করা হচ্ছে। তবে গত সাংবাদিক বৈঠকে যখন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বাংলায় এসআইআর প্রক্রিয়া নিয়ে ঘোষণা করেছিলেন, তখন জানিয়েছিলেন যে এই প্রক্রিয়া অনলাইনের মাধ্যমেও হবে। তবে কবে থেকে চালু হচ্ছে তা?

অনলাইনেও হবে SIR

মূলত পরিযায়ী শ্রমিক বা বিদেশে বসবাসকারী নাগরিকদের জন্যই এই অনলাইনে এসআইআর প্রক্রিয়া শুরু করা হবে। তবে দেখা যাচ্ছে, মঙ্গলবার অর্থাৎ এনুমারেশন ফর্ম বিতরণের দিন থেকে এই অনলাইন পরিষেবা চালু হয়নি। প্রযুক্তিগত কিছু সমস্যার কথা উল্লেখ করেছে নির্বাচন কমিশন। তবে জানানো হয়েছে যে, আগামী এক থেকে দু’দিনের মধ্যেই অনলাইনের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হবে। তবে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানানো হয়নি।

দু-একদিনের মধ্যেই শুরু হবে অনলাইনে ফর্ম পূরণ

রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, প্রযুক্তিগত সমস্যার কারণেই মঙ্গলবার থেকে অনলাইনে আবেদন করা যাচ্ছে না। তবে খুব তাড়াতাড়ি তা চালু করে দেওয়া হবে। তবে ভোটাররা অভিযোগ করছে, এভাবে অনলাইনে কাজ পিছিয়ে যাওয়ার ফলে সমস্যা হতে পারে। এমনকি রাজ্যের শাসক দলের তরফ থেকে একাধিকবার অভিযোগ তোলা হয়েছে যে, যথাযথ প্রস্তুতি না নিয়েই ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। আর এ নিয়ে রাজনৈতিক তরজা কম হচ্ছে না।

আরও পড়ুনঃ হবে প্রচুর কর্মসংস্থান, ঝাড়গ্রামে শিল্পের জন্য দুই সংস্থাকে জমি দেওয়ার সিদ্ধান্ত নবান্নর

বলাবাহুল্য, এসআইআর এর নিয়ম অনুযায়ী, প্রত্যেক ভোটারকেই এই এনুমারেশন ফর্ম পূরণ করতে হবে। এরপর বুথ লেভেল অফিসাররা তা সংগ্রহ করে ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখবেন। সেই অনুযায়ী সংশোধিত নতুন ভোটার তালিকায় তাদের নাম উঠবে। আজ থেকেই বিএলও-রা বাড়ি বাড়ি এই ফর্ম বিলি করছেন। তবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছিলেন যে, পরিযায়ী শ্রমিক বা বিদেশে যারা কাজ করে, তাদের জন্য অনলাইনে এসআইআর-এর ফর্ম পূরণ করার ব্যবস্থা করা হবে। কিন্তু এখনও পর্যন্ত তা চালু না হওয়ায় বেগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। এখন দেখার, আগামী দুই-একদিনের মধ্যে তা চালু হয় কিনা।

Leave a Comment