এখনই বিদায় নয় বৃষ্টির! উত্তরবঙ্গে ৫ জেলায় কমলা সতর্কতা, আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষা বিদায়ের নির্ঘণ্ট বেজে গিয়েছে বেশ কয়েকটি রাজ্যে। রাজস্থান থেকে ১৪ সেপ্টেম্বর বর্ষা বিদায় নিয়েছে। গুজরাট, পাঞ্জাব, হরিয়ানাতে শুরু হয়েছে বর্ষা বিদায় পর্ব। মোটামুটি সব রাজ্য থেকেই বিদায় নিতে চলেছে বর্ষা (Weather Update)। দেশের বিভিন্ন রাজ্যে বর্ষার বিদায়পর্ব শুরু হয়েছে। কিন্তু বাংলায় এখনও শ্রাবণের ধারা বয়ে চলেছে। সকাল থেকেই বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই চলেছে। এমতাবস্থায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল হাওয়া অফিস।

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এইমুহুর্তে পূর্ব বিহারের উপরে যে উচ্চচাপ যুক্ত ঘূর্ণাবর্ত ছিল সেটি ক্রমেই পূর্ব ঝাড়খণ্ডের উপরে ধীরে ধীরে চলে যাচ্ছে অন্য দিকে পূর্ব ঝাড়খণ্ড থেকে পূর্ব বিহার পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। এই দুইয়ের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গের আবহাওয়ায়। এর জেরেই আগামী কয়েকদিনে বাংলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বাঁকুড়া জেলাতে।শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ আট জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।

আরও পড়ুন: প্রতিশ্রুতিই সার! বাড়ি ফিরতে পারছেন না পরিযায়ী শ্রমিকরা, প্রশ্নের মুখে ‘শ্রমশ্রী’

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এবং ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। আগামী শনিবার পর্যন্ত ওই বৃষ্টি চলবে। তার সঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। ফলে পার্বত্য জেলাগুলিতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে পরিস্থিতি সম্পর্কে নজরদারিও চলছে।

Leave a Comment