এজবাস্টনের পুনরাবৃত্তি হবে না লর্ডসে! সাবধান টিম ইন্ডিয়া, নতুন ফাঁদ পাতল ইংল্যান্ড

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে পরাস্ত হলেও দুর্দান্ত ছন্দে ছিল ভারত। একইভাবে পরবর্তী টেস্টে এজবাস্টনে দুর্ধর্ষ পারফরমেন্স দেখিয়ে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। এখন অপেক্ষা লর্ডস টেস্টের। তবে তৃতীয় টেস্টের প্রাক্কালে উঠে আসছে এক ভয়ঙ্কর খবর।

শোনা যাচ্ছে, প্রথম দুই টেস্টের মতো তৃতীয় টেস্ট অর্থাৎ লর্ডসের মাঠে সে অর্থে সুবিধা পাবেনা ভারতীয় ব্যাটসম্যানরা। হ্যাঁ, আপাতত যা খবর, প্রথম দুই টেস্টে ব্যাট হাতে খেল দেখালেও, লর্ডসের মাঠে যথেষ্ট সমস্যায় পড়তে হবে দুই দলের ব্যাটসম্যানদেরই। কেননা, লর্ডসের যে পিচে দুই প্রতিদ্বন্দ্বী খেলতে নামছে তা মূলত বোলিং ফেবার পিচ।

লর্ডসে শোচনীয় অবস্থা হতে পারে ভারতের?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ইংলিশদের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে ব্যাট হাতে শুভমন সেনা যে 400 ও 500 রানের পরিসংখ্যান ছুঁয়েছিল, তা খুব সম্ভবত লর্ডসের মাঠে করে দেখানোটা সহজ হবে না! কারণ, রিপোর্ট বলছে, প্রথম দুই টেস্টে ব্যাটসম্যানরা সমতল উইকেটের পুরো লাভ তুলেছিলেন। কিন্তু লর্ডসে ধরা পড়বে ভিন্ন চিত্র।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লর্ডস পিচের একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পিচের অনেকাংশেই সবুজ ঘাস। এর অর্থ, লর্ডসের ওই 22 গজে সুবিধা পাবেন ফাস্ট বোলাররা। এ প্রসঙ্গে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সিতাংশু কোটাক সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, পিচ বেশ সবুজ। ঘাস কাটার সময় আমরা ওই পিচ সম্পর্কে স্পষ্ট ধারণা পাব। এরপরই টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বলে দেন, এই পিচে সুবিধা পেতে পারেন বোলাররা। তবে সে ক্ষেত্রে ব্যাটসম্যানদের মানসিকতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে। ফলে বোঝাই যাচ্ছে, আগামীকাল ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্টে ব্যাটধারীরা একতরফা সুবিধা পাবেন না!

অবশ্যই পড়ুন: স্টেশনে পৌঁছেও ট্রেন মিস হলে যাত্রীকে ক্ষতিপূরণ দেবে রেল! রায় আদালতের

উল্লেখ্য, সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সিতাংশু স্পষ্ট জানিয়েছিলেন, ভারতীয় দলের ব্যাটসম্যানরা যথেষ্ট দক্ষ। এদিন টিম ইন্ডিয়ার ছেলেদের প্রশংসাই করেছিলেন কোটাক। তবে প্রশংসার পাশাপাশি শুভমনদের সাফল্যের কৃতিত্ব নিতে চাননি তিনি। কোটাক বলেন, আমি ব্যাটসম্যানদের দুর্দান্ত পারফরমেন্স থেকে কৃতিত্ব নিতে চাই না। এটা তাদের দক্ষতা। সবশেষে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বলে দেন, লর্ডসে উইকেট অবশ্যই চ্যালেঞ্জিং হবে, তবে আমরা এটা নিয়ে খুব একটা ভাবছি না।

Leave a Comment