এটাই আমার ঘর, এটাই আমার সংসার..৭ বছর পর তৃণমূলে ফিরে বললেন শোভন চট্টোপাধ্যায়

Sovan Chatterjee

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ দূরত্ব আপাতত ঘুচল। তৃণমূলে পুনরায় আনুষ্ঠানিক ভাবে ‘সেকেন্ড ইনিংস’ শুরু করলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। সোমবার তৃণমূল ভবনে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ‘ঘরওয়াপসি’ হল তাঁর। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে শাসকদলের পতাকা হাতে তুলে নিলেন তিনি।

শোভন এবং বৈশাখীকে নিয়ে তুঙ্গে জল্পনা

২০১৯-এর ১৮ আগস্ট দিল্লিতে বিজেপিতে যোগদান করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। তবে তিনি সেদিন একা ছিলেন না, সঙ্গে ছিলেন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপিতে যোগদান করলেও তেমন ভাবে রাজনীতির আঙিনায় দেখা যায়নি তাঁকে। অবশেষে ৭ বছর পর সেই বান্ধবীকে সঙ্গে নিয়েই শোভন তৃণমূলে যোগদান করলেন। এদিকে সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন, সেখানে দাঁড়িয়ে শোভন এবং বৈশাখীর যোগদান নিয়ে নানা গুঞ্জন উঠে আসছে। যদিও তাঁর এই যোগদান নিয়ে অনেকেই আশঙ্কা করেছিল পুজোর আগে। গত মাসে যখন নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান করা হল, তখনই বোঝা গিয়েছিল, খুব তাড়াতাড়ি তিনি যোগদান করবেন। অবশেষে সেটাই সত্যি হল।

তৃণমূলে নাম লেখালেন শোভন বৈশাখী

২০১৮ সালে কলকাতার মেয়র পদ এবং রাজ্য মন্ত্রীসভা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। এরপর বিজেপিতে যোগ দিলেও তিনি কিন্তু বেশিদিন পদ্মশিবিরে থাকতে পারেননি শোভন। রাজনীতির ময়দান থেকে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল তাঁর নাম। মাঝে শোনা গিয়েছিল, তৃণমূলে ফিরতে পারেন তিনি। যদিও বাস্তবে তা হয়নি। এরপর চলতি বছর সেপ্টেম্বরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছিল শোভন-বৈশাখীর। তখন থেকেই জল্পনা শুরু হয় যে শোভন তৃণমূলে ফিরতে পারেন। এরপর অক্টোবরে দার্জিলিংয়ের রিচমন্ড হিলে মমতার সঙ্গে বৈঠক হয়েছিল তাঁর। আজ অর্থাৎ সোমবার দুপুর ৩টা নাগাদ বাইপাসের ধারে নতুন তৃণমূল ভবনে এসে যোগদান করেন তিনি। শোভন বলেন, ‘‘আমার ধমনী, শিরা সবটাই তৃণমূলের। এটাই আমার ঘর, এটাই আমার সংসার। আমার কাজ হবে দলকে আরও শক্তিশালী করা।’’

আরও পড়ুন: বার্ষিক ৫৪ লক্ষ টাকার প্যাকেজ! মাইক্রোসফটে চাকরি পেলেন জলপাইগুড়ির তানিয়া

উল্লেখ্য, বছর ঘুরলেই ২৬ এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে শাসকদল থেকে শুরু করে বিরোধী দলগুলির মধ্যে ভোট প্রস্তুতির ব্যস্ততা। তার উপর বাংলায় চলছে SIR প্রক্রিয়া নিয়ে বিতর্কের ঝড়। এমতাবস্থায় বিজেপি থেকে তৃণমূলে শোভন চট্টোপাধ্যায়ের এই আগমন খুব একটা ভালো চোখে দেখছে না বিরোধীরা। এবার দেখার পালা দলে ঢুকেই কি নির্বাচনের জন্য লড়বেন তিনি? ভাইকে বিশ্বাস করে পুনরায় কি ভোটের টিকিট দেবেন মমতা?

Leave a Comment