বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর্জেন্টিনার হয়ে আর মাঠ কাঁপাতে দেখা যাবে না লিওনেল মেসিকে! এমনটাই শোনা যাচ্ছে নানা মহলে। ভক্ত সমর্থকদের সেই অনুমানে নতুন মাত্রা যুগিয়েছে বিশ্বকাপজয়ী মহাতারকার বড় মন্তব্য। শুক্রবার ভোরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ খেলতে নামার আগে চোখের কোণা ভিজে ছিল মেসির (Lionel Messi)! তবে মাঠে নেমেই নিজের পায়ের জাদুতে সকলকে মোহিত করলেন আর্জেন্টাইন ফুটবলার। একাই করলেন জোড়া গোল। আর এর পরই প্রিয় তারকা বলে দিলেন, পরের বছর বিশ্বকাপ খেলব কিনা জানিনা। লিওর এমন মন্তব্যের পরই মাথাচাড়া দিয়ে উঠেছে অবসর জল্পনা।
তাহলে কি মেসি যুগের অবসান ঘটতে চলেছে?
আজ অর্থাৎ শুক্রবার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচে ভেনেজুয়েলার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আর্জেন্টিনা। তবে সেই আসর দখল করার আগেই বিশ্বকাপজয়ী মেসি স্পষ্ট জানিয়েছিলেন, এই ম্যাচ আমার জন্য খুবই স্পেশাল হতে চলেছে। কারণ এটা যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচ। মেসির এমন মন্তব্যের পরই ভক্তদের মধ্যে তৈরি হয়েছিল সংশয়। আর হয়তো ঘরের মাঠে খেলতে দেখা যাবে না মেসিকে।
এদিন, ম্যাচ শুরুর একেবারে প্রাক্কালে আর্জেন্টাইন মহাতারকার চোখের জল নজর এড়ায়নি কারোরই। ভাইরাল হওয়া বেশ কিছু ছবি এবং ভিডিওতে মেসির চোখের কোণা চিকচিক করতে দেখা গিয়েছে। তবে কিছুটা অশ্রু ঝরালেও মাঠে নেমে সকলকে বোকা বানিয়ে দিয়েছিলেন মেসি। প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠ দখল করেই আর্জেন্টিনাকে প্রথম গোল উপহার দেন তিনি। 39 মিনিটে হালকা করে জালে বল জড়িয়ে নিজের ক্ষমতার জাহির করেন লিও। মেসি গোল করতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম।
তারপর? মহাতারকার পা থেকে প্রথম গোলের পর 80 মিনিটের মাথায় লিওর হাত ধরেই দ্বিতীয় গোল পায় আর্জেন্টিনা। এদিনের ম্যাচ ছিল বিশেষ, তাই নিজের সর্বস্ব দিয়ে প্রতিপক্ষের গলার টুটি চেপে ধরেছিলেন বিশ্বকাপজয়ী ফুটবলার। শুক্রবার মেসির খেলা দেখতে স্টেডিয়ামে উপচে পড়েছিল ভিড়! বাবার খেলা দেখতে হাজির হয়েছিলেন মেসির সন্তানরাও। শেষ পর্যন্ত মেসির দুই গোলের অবদানকে সঙ্গী করেই এদিন ভেনেজুয়েলাকে 3-0 গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। তবে যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচটা রাঙিয়ে দিয়েই ভক্তদের মনের ওজন বাড়িয়ে দেন মেসি।
MESSI IS CRYING 🥹💔
— All About Argentina 🛎🇦🇷 (@AlbicelesteTalk) September 4, 2025
অবশ্যই পড়ুন: রেলের পরীক্ষা ফেলে গিয়েছিলেন ইস্টবেঙ্গলের অনুশীলনে! আজ শোভনের স্মৃতি শুধুই ব্যর্থতা
শুক্রবারের ম্যাচে জয়ের পরই লিও স্পষ্ট জানান, বয়সের কথা চিন্তা করলে আমি আগামী বছর খেলতে পারব না। কিন্তু বিশ্বকাপ একেবারে দোরগোড়ায়। আমিও সেখানে খেলতে প্রচণ্ড আগ্রহী। বিশ্বকাপে আমি প্রত্যেকটা ম্যাচ ধরে এগিয়ে যেতে চাই। কিন্তু আমি যদি মাঠে নেমে খেলাটা উপভোগ করতে না পারি তবে সরে দাঁড়াবো। এক কথায় এদিন পরবর্তী বিশ্বকাপে খেলবেন কিনা সে সংক্রান্ত কোনও সিদ্ধান্ত জানাননি আর্জেন্টাইন ফুটবলার। আর তারপর থেকেই জল্পনা বেড়েছে, তাহলে কি মেসি যুগের অবসান আসন্ন!