বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং টেস্ট দলের অধিনায়ক শুভমন গিলের বিরুদ্ধে অভিযোগ শনালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নভজ্যোত সিং সিধু!
আসলে, ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের চতুর্থ দিনে চোট পান ভারতীয় দলের তারকা পেসার আকাশদীপ। এদিকে, যন্ত্রণার কারণে ইনজেকশন নিয়ে বল করতে নেমেছিলেন আকাশ। এবার সেই ঘটনাকে সামনে রেখেই প্রধান কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক গিলকে নিশানা করে বসলেন সিধু!
গম্ভীর এবং গিলের সিদ্ধান্তে খুশি নন সিধু!
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের একটি টেস্টেও জায়গা পাননি ভারতের তারকা পেসার অর্শদীপ সিং। এদিকে পঞ্চম টেস্টের চতুর্থ দিনে চোট সত্বেও ইনজেকশন নিয়ে খেলেছেন আকাশদীপ। এবার সেই ঘটনাকে সামনে রেখেই মুখ খুললেন সিধু।
TV-9-এর রিপোর্ট অনুযায়ী, গৌতম গম্ভীদের সিদ্ধান্তকে সামনে রেখে প্রাক্তন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বলেন, একটি টেস্ট ম্যাচে যেখানে ভারতের বাঁ হাতি ফাস্ট বোলার অর্শদীপ সিং বেঞ্চে বসে রয়েছেন, সেই পর্বে আপনি আকাশ দীপকে ইনজেকশন খাওয়াচ্ছেন!
কেন তাঁকে জায়গা দেওয়া হল না? এরপরই নাকি সিধু বলেন, অর্ধেক ফিট বোলারদের খেলানো আদতে বড় অপরাধ। এদিন আকাশদীপের চোট থাকা সত্বেও তাঁকে মাঠে নামতে হয়েছিল! অধিনায়ক গিল জিজ্ঞেস করেছিলেন তিনি ইনজেকশন নিয়েছেন কিনা? সেই সব ঘটনাকে সামনে রেখেই সিধু বলতে চেয়েছিলেন, একজন অর্ধ ফিট বোলারকে দিয়ে বল করানো হচ্ছে, এদিকে অর্শদীপের মতো একজন ভাল বোলার, এখনও টেস্টে সুযোগই পেলেন না।
অবশ্যই পড়ুন: বিয়ের জন্য চাপ, ধর্মান্তরের প্রস্তাব! রাজি না হওয়ায় মহিলার গলা কেটে খুন
উল্লেখ্য, ওভাল টেস্টের চতুর্থ দিনে ভারতের চিন্তার কারণ হয়ে উঠেছিল ব্রুক-রুট জুটি। ঠিক সেই আবহে, ব্রুকের একটি বল বাঁচাতে গিয়ে পায়ে চোট পান আকাশদীপ। পরবর্তীতে লাঞ্চের পর চোট নিয়েই মাঠে ফিরে এসেছিলেন আকাশ। এরই মাঝে আকাশদীপের কাছে গিয়ে গিল প্রশ্ন করেন, তুমি কি ইনজেকশন নিয়েছ? যে কথা স্ট্যাম্প মাইকে স্পষ্ট শোনা গিয়েছিল। আর এরপর থেকেই আকাশদীপকে ঘিরে গিলের প্রশ্ন নিয়ে তোলপাড় হয়ে যায় নেট দুনিয়া!