বিক্রম ব্যানার্জী, কলকাতা: দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েই কোচবিহারে বিপদে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার, বিজেপির এক কর্মসূচিতে অংশ নেওয়ার আগে কোচবিহারে তার ওপর হামলা হয় বলেই অভিযোগ। ইট, পাথর দিয়ে গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়েছে এমন অভিযোগ শানিয়ে সরাসরি শাসক দলকে নিশানা করেন বিজেপি নেতা।
আর এসবের মাঝেই বুলেটপ্রুফ গাড়ি ভাঙার বিষয়ে শুভেন্দু বলেন, তৃণমূল অনেক ভেবেচিন্তে কায়দা করে হামলা চালিয়েছে! এই বুলেটপ্রুফ গাড়িতে না থাকলে আমি এতক্ষণ
মর্গে থাকতাম। একথা বলেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন বিরোধীদল নেতা। জানান, পুলিশের চোখের সামনে তাঁর উপর হামলা চালিয়েছে দুষ্কৃতীরা!
উদয়ন গুহকে নিশানা শুভেন্দুর
কোচবিহারে হামলার ঘটনায় শাসক দলকে দায়ী করেন শুভেন্দু অধিকারী। একই সাথে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাম করে গোটা ঘটনার নেপথ্যে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে কাঠগড়ায় তোলেন শুভেন্দু। তাঁর দাবি, এই গোটা হামলার পেছনে তৃণমূল নেতা উদয়ন গুহর হাত রয়েছে।
এদিন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নাম করে অভিযোগ শানানোর পাশাপাশি শুভেন্দু বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের নিয়ে এসে আমাদের উপর হামলা চালানো হয়েছে। এদিন হামলার বর্ণনা দিতে গিয়ে বিজেপি নেতা স্পষ্ট জানান, গাড়ির কাঁচে অন্তত 20 বার মোটা বাঁশ দিয়ে আঘাত করা হয়েছে। বুলেটপ্রুফ হওয়ায় গাড়ির কাচ ভাঙতে না পেরে শেষ পর্যন্ত পেছন থেকে পাথর ছুড়ে কার্যসিদ্ধি করেছে দুষ্কৃতীরা।
অবশ্যই পড়ুন: ইংল্যান্ডকে উড়িয়ে জয়! WTC পয়েন্ট টেবিলে উত্থান ভারতের
উল্লেখ্য, হামলার ঘটনার পরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে কোচবিহারে আসার আগেই সোমবার রাতে আমি স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে লিখিতভাবে জানিয়েছিলাম। কিন্তু তাও নিরাপত্তা দেওয়া হয়নি। উল্টে পুলিশের সামনেই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। সবশেষে শুভেন্দু বলেন, কোচবিহারের এসপিকে এই হামলার জন্য জবাবদিহি করতে হবে। তার জন্য যা করতে হয় আমি করব!