‘এত জীবন ধ্বংস করেও সওয়াল?’ দাগিদের কথা বলে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত রাজ্য সরকার

SSC Scam Case

প্রীতি পোদ্দার, কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের একটি মামলায় (SSC Scam Case) ফের মুখ পুড়ল প্রশাসন এবং কমিশনের! দাগি এবং অযোগ্যদের হয়ে সওয়াল করতে গিয়ে বিচারপতির কটাক্ষের মুখে পড়লেন রাজ্য সরকারের আইনজীবী। আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর, স্কুল সার্ভিস কমিশনের নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। এই পরীক্ষায় যাতে কোনওরকম কোনও দুর্নীতি না হয় তার জন্য সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এর মাঝেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না রাজ্যের! কলকাতা হাইকোর্টে ‘দাগি’ প্রার্থীদের হয়ে পরীক্ষায় বসার প্রসঙ্গ উঠতেই রাজ্যের আইনজীবীকে ভর্ৎসনা করলেন শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয়কুমার।

অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ

গত শনিবার, ৩০ আগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ২০১৬ সালের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বেআইনি ভাবে চাকরি পাওয়া দাগিদের তালিকা প্রকাশ করেছিল স্কুল সার্ভিস কমিশন বা SSC। ১,৮০৬ জনের নাম উঠে এসেছিল তালিকায়। তাঁদের মধ্যে যাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন, তাঁদের অ্যাডমিট কার্ডও পরে বাতিল করা হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়েছিল, এক জন দাগিও যাতে নতুন নিয়োগে অংশ নিতে না পারেন। তা মেনেই এই পদক্ষেপ করেছিল কমিশন। এমতাবস্থায় SSC-র একটি মামলায় ফের রাজ্যের বিরুদ্ধে কড়া পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে রীতিমত ভর্ৎসনা করলেন বিচারপতি সঞ্জয়কুমার।

রাজ্যকে তীব্র কটাক্ষ বিচারপতির

আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী, আজ বৃহস্পতিবার, সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি বিআর গাভাই-নেতৃত্বাধীন বেঞ্চে SSC-র অন্য মামলা উঠেছিল। আগামী ৭ ও ১৪ তারিখ যে পরীক্ষা হতে চলেছে, সেখানে বয়সের ছাড়পত্র, প্রতিবন্ধীদের নম্বর এবং পরীক্ষার সময়সীমা বাড়ানো সংক্রান্ত একাধিক আবেদন নিয়ে আলোচনা চলছিল। আর সেই সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি সঞ্জয়কুমার। তিনি বলেন, “ SSC নিয়ে যে রায় দেওয়া হয়েছিল, তাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গিয়েছে রাজ্য সরকার। সেখানে আবার তাঁদের হয়ে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল। বুঝতেই পারছেন ‘দাগি’রা কেমন ব্লু আয়েড বয়! যাঁদের জন্য অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে যাচ্ছেন, বলছেন, ‘দাগি’দের পরীক্ষায় বসতে দেওয়া হোক। কতটা সৌভাগ্যবান ‘দাগি’রা যে তাঁদের হয়ে অ্যাডভোকেট জেনারেল বলছেন।”

আরও পড়ুন: মেলেনা জল, চাষের অনুমতি! তৃণমূল নেতার নির্দেশে ৩ বছর একঘরে আরামবাগের পরিবার

SSC নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI এর তদন্ত নিয়েও আজ সুপ্রিম কোর্টে প্রশ্ন তোলেন বিচারপতি সঞ্জয়কুমার। জিজ্ঞাসা করা হয় উচ্চপদে থাকা ব্যক্তিদের ভূমিকা নিয়ে যে তদন্তের কথা ছিল CBI এর, তা কতদূর এগিয়েছে? কিন্তু সেই নিয়ে মেলেনি কোনও স্পষ্ট উত্তর। এর পর বিচারপতি সঞ্জয়কুমার রাজ্যের আইনজীবীকে তুলোধোনা করে জানিয়েছেন যে, “হাজার হাজার চাকরিপ্রার্থীর জীবন ধ্বংস করে দেওয়া হয়েছে। OMR শিটে কারচুপি করে জীবন নষ্ট করে দেওয়া হয়েছে অনেকের। এখন আবার ‘দাগি’ প্রার্থীদের সুযোগ দিচ্ছেন? এই ধরণের কাজ হচ্ছে এখনও!” তবে সঙ্গে সঙ্গে এই ব্যাপারে SSC-র আইনজীবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, শীর্ষ আদালতে নির্দেশের পর পুরো তালিকা পুনরায় তৈরি করা হয়েছে।

 

Leave a Comment