“এত ভীতু হলে চলবে না…” পুলিশকে সাহসী হওয়ার বার্তা মমতার

Mamata Banerjee

প্রীতি পোদ্দার, কলকাতা: কয়েক মাস পরেই রাজ্যের বিধানসভা নির্বাচন। তাই এই মুহূর্তে হাতে সময় খুব কম। এদিকে বাংলায় ভোট যুদ্ধের আবহে বাড়ছে ব্যাপক উত্তেজনা। তার উপর রাজ্য জুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR। যার ফলে শাসক এবং বিরোধীদের মধ্যে দ্বৈরথ বাড়ছে। আর এই আবহে কোচবিহারে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকেই রাজ্য পুলিশের তরফে দিলেন এক গুরুত্বপূর্ণ বার্তা।

সীমান্ত আইনশৃঙ্খলা নিয়ে বার্তা মমতার

রিপোর্ট অনুযায়ী, ‘পাশে থাকা’র সফরে আজ অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারে এসেছেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী এদিন দুপুরে শহরে পৌঁছে তিনি বিকেল ৪টে নাগাদ কোচবিহারের রবীন্দ্রভবনে প্রশাসনিক সভায় যোগদান করলেন। এদিন ভরা সভায় SIR ইস্যুতে ফের একবার কেন্দ্রকে তোপ দাগেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘কোচবিহার জেলায় সীমান্ত রয়েছে। আইনশৃঙ্খলা যাতে বজায় থাকে, তা দেখতে হবে। কোনও মাতব্বরি বা হস্তক্ষেপ বরদাস্ত করা চলবে না। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে।’ রাজ্য সরকারের প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এর কাজে যাতে গতি আসে, এ দিন সেই বিষয়েও জোর দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। পাশাপাশি তিনি।

নাকাচেকিং বাড়ানোর নির্দেশ মমতার

কোচবিহারের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিলেন এবং জানালেন, “এত ভীতু হলে চলবে না। মারপিট করতে বলছি না, প্রোঅ্যাক্টিভ হন। নাকাচেকিং ঠিক করে করুন। প্রচুর লেনদেন হচ্ছে বর্ডার দিয়ে। যাঁরা বেশি সমালোচনা করে তাঁরাই, তাঁদের ভূমিকাই সঠিক নয়।” এদিন সোনালি খাতুনদের বাংলাদেশে ‘পুশব্যাক’ ইস্যুতেও সরব হন মমতা। তিনি বলেন, ‘ দেখা যাচ্ছে অনেককে বাংলায় কথায় বলার জন্য বাংলাদেশে পুশব্যাক করছে। লোকাল পুলিশ কী করছে? আপনাদের হাতের নাগাল থেকে কী ভাবে বেরিয়ে যাচ্ছে? এখনও বাংলাদেশে চার জন রয়েছেন। তাঁরা কিন্তু ভারতীয়।’

আরও পড়ুন: যেই কারণে রাজন্যার বিজেপি যোগের জল্পনা ছড়াল

কোচবিহারের সভা থেকে নাম না করে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আওতাধীন সীমান্ত সুরক্ষা বাহিনীর সমালোচনায় সরব হন মমতা। পুলিশকে বার্তা দিয়ে বলেন, ‘অন্য রাজ্য থেকে এসে আমার রাজ্য থেকে কাউকে যাতে গ্রেপ্তার করে নিয়ে না যায়, তা দেখতে হবে পুলিশকে। ক্রিমিনালকে নিতে এলে আগে রাজ্যকে জানান। কাউকে চোর বলার আগে যাচাই করতে হবে, সে চোর বা দুষ্কৃতী কি না।’ এরপরই রাজ্যের প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার প্রসঙ্গগুলি তুলে ধরেন। জানা গিয়েছে, আগামীকাল রাসমেলা মাঠে রয়েছে তৃণমূল কংগ্রেসের বড় রাজনৈতিক সভা। সেখানেও নিজের বক্তব্য তুলে ধরবেন মমতা। তবে তার আগে সকালে মদনমোহন মন্দিরে পুজো দিতে পারেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment