প্রীতি পোদ্দার, কলকাতা: সামনেই যেহেতু ২৬ এর বিধানসভা নির্বাচন, তাই আর দেরি না করে জাতীয় নির্বাচন কমিশনারের নির্দেশেই গত ৪ নভেম্বর থেকে SIR প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্য জুড়ে। ব্লক অনুযায়ী এনুমারেশন ফর্ম (Enumeration Form) নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বুথ লেভেল অফিসাররা। যে বাড়িতে কেউ থাকবে না, সেই বাড়িতে ৩ বার যাওয়ার কথা বলা হয়েছে BLO-দের। কীভাবে এনুমারেশন ফর্ম ফিল-আপ করতে হবে সেটাও দেখানো হয়েছে। কিন্তু এবার প্রশ্ন উঠছে এই ফর্ম জমা দেওয়ার সময় কী কী তথ্য জমা দিতে হবে?
এনুমারেশন ফর্ম নিয়ে উঠছে প্রশ্ন
জাতীয় নির্বাচন কমিশন এর আগেই জানিয়েছিল যে, ২০০২ সালের ভোটার তালিকায় ভোটার কিংবা তাঁর মা-বাবা-ঠাকুরদা কারও নাম না থাকলে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দিষ্ট করে দেওয়া নথি পেশ করতে হবে। এবং নির্বাচন কমিশন সেই নথি খতিয়ে দেখার পর তা বৈধ হলে ভোটার তালিকায় নাম তোলানো হবে। কিন্তু এবার প্রশ্ন এনুমারেশন ফর্ম যেটা বিএলও আপনাকে দিয়ে গিয়েছে, সেই ফর্ম যখন জমা দেবেন তার সঙ্গে কোন কোন ডকুমেন্ট জমা করবেন? আসুন আমাদের আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নিন বিস্তারিত।
কোন কোন তথ্য দেখাতে হবে?
ইলেকশন কমিশনের তরফে জানানো হয়েছে, SIR এর সময় যে এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে সেখানে ভোটারের একটা পাসপোর্ট সাইজ রঙিন এবং সাম্প্রতিক ছবি দিলেই হবে। অর্থাৎ এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সঙ্গে কোনও নথিই আপনাকে জমা দিতে হবে না। আসলে আপনি যে ফর্ম জমা করছেন, সেই ফর্ম থেকে একটি খসড়া তালিকা বানাবে কমিশন। সেই খসড়া তালিকায় নাম তোলার জন্য আপনি যদি শুধু নির্ভুলভাবে ফর্ম ফিলআপ করে দেন, তাহলেই হবে। ২০০২ সালের খসড়া তালিকায় নাম না থাকলে তাহলে ভোটারকে হিয়ারিংয়ে ডাকতে পারে কমিশন। তখন তাকে প্রয়োজনীয়, বৈধ ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তার আগে পর্যন্ত কোনও ডকুমেন্ট চাইবে না বলে স্পষ্ট জানিয়েছে নির্বাচন কমিশন।
আরও পড়ুন: কারা ইন্টারভিউয়ের জন্য যোগ্য? এই দিন তালিকা প্রকাশ করবে SSC!
উল্লেখ্য, https://ceowestbengal.wb.gov.in ওয়েবসাইটে পূর্ববর্তী SIR নির্বাচক তালিকায় ভোটার এবং সংশ্লিষ্ট আত্মীয়দের নাম যাচাই করতে পারেন। যদি কোনো অসুবিধা হয় তাহলে, নির্বাচকরা সংশ্লিষ্ট ব্লকের BLO-দের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যে সকল নির্বাচকদের গণনা ফর্মে প্রদত্ত পূর্ববর্তী SIR নির্বাচক তালিকার বিবরণ ডেটাবেসে উপলব্ধ নেই বা ডেটাবেসে মিলছে না তাদের কাছে ERO নোটিশ পাঠানো হবে বলে জানিয়েছে ইলেকশন কমিশন।