এন্ট্রি নিচ্ছেন পন্থ, রেড্ডি! শেষ ODI-তে কেমন হবে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দ্বিতীয় ওয়ানডেতে (India Vs South Africa) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখতে পারেনি ভারত। যার নেপথ্যে রয়েছে ভারতীয় বোলিং বিভাগের চরম দুর্বলতা। এদিন বিরাট কোহলিদের হাত ধরে রানের পাহাড় তৈরি হলেও ভারতের দুর্বল বোলিং প্রোটিয়াদের সেই পাহাড় টপকাতে সাহায্য করছে। একেবারে জেতা ম্যাচ হারের নেপথ্যে বারবার উঠে আসছে দক্ষিণ আফ্রিকার কাছে ধবলধোলাই হওয়া প্রসিদ্ধ কৃষ্ণার নাম। আর সে সব দিক মাথায় রেখেই শেষ ওয়ানডেতে লজ্জায় এড়াতে একেবারে আঁটঘাট বেঁধে নামবে ভারত। সেক্ষেত্রে শেষ ম্যাচে কোন একাদশ হতে পারে ভারতীয়দের ব্রহ্মাস্ত্র? দেখে নিন।

বাদ পড়বেন এই দুজন

বুধবার আফ্রিকার ইনিংস চলাকালীন যথেষ্ট অস্বস্তিতে ছিলেন ভারতের বোলাররা। এদিন রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর ছাড়া বাকি সকলেই উইকেট পেয়েছিলেন। যদিও সেই উইকেট তুলতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল টিম ইন্ডিয়ার বাকিদের। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সবচেয়ে বেশি অসহায় দেখাচ্ছিল টিম ইন্ডিয়ার তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণাকে। এদিন তাঁকে বাগে পেয়ে একেবারে চাঁচাছোলা আক্রমণ চালিয়েছে প্রতিপক্ষ। না বললেই নয়, এদিন মাত্র 8.2 ওভার বল করে 2 উইকেট নিলেও দক্ষিণ আফ্রিকার জন্য 85 রানের ব্যবস্থা করে দিয়েছিলেন প্রসিদ্ধ। যার কারণে ভক্ত মহলের যথেষ্ট সমালোচিত হতে হচ্ছে তাঁকে। ইনসাইডস্পোর্টের রিপোর্ট দাবি করছে, দ্বিতীয় ওয়ানডেতে চরম ব্যর্থতার কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ অর্থাৎ তৃতীয় ওয়ানডেতে দেখা যাবে না কৃষ্ণাকে। তাঁর বদলি হিসেবে মাঠে নামতে পারেন দাপুটে অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। শোনা যাচ্ছে, নীতিশের রান করার ক্ষমতা এবং উইকেট তোলার দক্ষতাকে শেষ মুহূর্তে কাজে লাগাতে চান গৌতম গম্ভীর নিজেই। ফলে সেই কারণেই শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাগ্য ফেরাতে নীতিশকেই ব্রহ্মাস্ত্রের ভূমিকায় দেখা যেতে পারে। এছাড়াও, শেষ মুহূর্তে লজ্জা এড়াতে দলে কামব্যাক করতে পারেন উইকেট রক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। শোনা যাচ্ছে, ওয়াশিংটন সুন্দরের বিকল্প হিসেবে ঋষভকে নামানো হতে পারে। আসলে গত ম্যাচে ব্যাট হাতে মাত্র 1 রান করেছিলেন ওয়াশিংটন। এছাড়াও 4 ওভার বল করে একটি উইকেটও তুলতে পারেননি তিনি। কাজেই শেষ ওয়ানডেতে আর এই ব্যর্থতা দেখতে চায় না ভারত। তাই তাঁকে বসিয়ে পন্থকেই খেলানোর কথা ভাবা হচ্ছে। তবে মাঠে নামলেও উইকেট রক্ষক নয়, বরং শুধুমাত্র একজন ব্যাটসম্যান হিসেবেই খেলবেন ঋষভ। এছাড়া ভারতীয় দলে আর কোনও বদলের সম্ভাবনা নেই।

অবশ্যই পড়ুন: দাম বেড়ে হতে পারে ১৩৪০ টাকা, টাটার এই স্টকে বিনিয়োগ করতে বলছে খোদ HSBC!

শেষ ওয়ানডের জন্য ভারতের সম্ভাব্য একাদশ

যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, বিরাট কোহলি, রুতুরাজ গায়কওয়াড়, ঋষভ পন্থ, কে এল রাহুল (অধিনায়ক এবং উইকেট কিপার), রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, কুলদীপ যাদব এবং অর্শদীপ সিং।

Leave a Comment