এবছর মন্নতে থাকছেন না কিং খান! তাহলে কোথায় হবে জন্মদিনের সেলিব্রেশন?

Shah Rukh Khan

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ 2 নভেম্বর। বলিউড বাদশা কিং খান (Shah Rukh Khan) 60 বছরে পদার্পণ করলেন। তাঁর ভক্তদের কাছে এই দিনটি যেন বিরাট উৎসব। মুম্বাইয়ের মন্নতে এদিন হাজার হাজার ভক্ত ভিড় জমাবে তাঁকে এক পালক দেখার জন্য। এই উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খায় কার্যত মুম্বাই পুলিশ। তবে এবছর কি মন্নতে উপস্থিত থাকছেন প্রিয় তারকা? কী বললেন বলিউডের বাদশা?

এবছর দেখা যাবে কিং খানকে?

এবছর মন্নতে কিং খানকে দেখা যাবে না, এমনই খবর সম্প্রতি ছড়িয়েছিল। কারণ, মন্নত মেরামতের কাজ চলছে জোরকদমে। তাই শাহরুখ এবার থাকবেন পালি হিলসে। কিন্তু চেনা ছন্দে মন্নতের বারান্দা থেকে তাঁর সেই ভঙ্গিমা আর দর্শকদের উপচে পড়া ভিড় কি তাহলে এবার ভাটা পড়তে চলেছে? দেশ-বিদেশ থেকে আসা ভক্তদের কি তাহলে ফিরিয়ে দেবেন কিং খান? জন্মদিনে কি তাহলে তাঁকে দেখা যাবে না?

সম্প্রতি এক অনুরাগী শাহরুখ খানকে এক্সে হ্যান্ডেলে জিজ্ঞাসা করেন যে, এ বছর কি মন্নতে তাঁকে দেখা যাবে? উত্তরে শাহরুখ বলেন, হ্যাঁ, আসব তো। শুধু এবার আমাকে শক্ত টুপি পড়তে হবে। জানা গিয়েছে, মন্নতে মেরামতের কাজ চললেও বারান্দা থেকে শাহরুখ তাঁর ভক্তদের দেখা দেবেন। সেখানেই তিনি থাকবেন শুধুমাত্র আজকের দিনটার জন্যই। এমনকি এও শোনা যাচ্ছে, এদিন বালগন্ধর্ব রঙ্গমন্দিরেও নাকি ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি।

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের সুখবর শুনিয়ে দাম কমল সোনা, রুপোর! আজকের রেট

বলাবাহুল্য, শাহরুখ এবং তাঁর টিম এই জন্মদিন উপলক্ষে আলিবার্গের ফার্ম হাউসে সব এলাহী ব্যবস্থাপনা করেছে। এ বছর শুধুমাত্র জন্মদিনের পার্টি নয়, বরং পুত্র আরিয়ান খানের প্রথম পরিচালিত সিরিজ সুপারহিট হওয়ার কারণে সেই পার্টি আরও জমে উঠবে। তাই যে সংশয় তৈরি হয়েছিল যে, মন্নতে দেখা যাবে কিনা, তা নিয়ে সমস্ত ধোঁয়াশা শেষ। প্রতিবারের মতো এবারও তাঁকে মন্নতের বারান্দায় দেখা যাবে। পাশাপাশি শাহরুখের 60 তম জন্মদিন আবারও যে এক বিরাট উৎসব হিসেবে ধরা দেবে, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment