এবারেও বাদ শামি, ফিরলেন আইয়ার! কিউই সিরিজের দল ঘোষণা BCCI-র

India Vs New Zealand one day series Indian squad announced by BCCI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ অপেক্ষার অবসান। নিউজিল্যান্ড সিরিজের (India Vs New Zealand) ভারতীয় দল ঘোষণা করে দিল BCCI। জল্পনা মতোই কিউইদের বিরুদ্ধে একদিনের দলে জায়গা পেলেন শুভমন গিল। শুধু তাই নয়, অধিনায়কও করা হয়েছে তাঁকে। সবচেয়ে বড় খবর, চোট সারিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন শ্রেয়স আইয়ার। তাঁকেই এবার নিউজিল্যান্ড সিরিজের দলে অন্তর্ভুক্ত করে নিল বোর্ড। আইয়ার হলেন ভাইস ক্যাপ্টেন। আর কী কী বদল এলো ভারতীয় দলে?

এবারেও উপেক্ষিত মহম্মদ শামি

শেষবারের মতো গত বছর চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন অভিজ্ঞ পেসার মহম্মদ শামি। এরপর থেকে বারবার নিজের ক্ষমতা বোঝালেও তাঁর দিকে ফিরেও তাকায়নি নির্বাচন কমিটি। এই তো কিছুদিন আগে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ঝড় তুলেছিলেন শামি। তাছাড়াও সাম্প্রতিককালে ঘরোয়া ক্রিকেটে যেখানেই নামছেন সেখানেই উইকেট নিয়ে ফিরছেন এই অভিজ্ঞ খেলোয়াড়। কিন্তু তা সত্ত্বেও তাঁর উপর আস্থা রাখতে পারছে না বোর্ড।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিন এবং টি-টোয়েন্টি উভয় সিরিজের কোনও টিতেই জায়গা পাননি তিনি। আশা ছিল হয়তো, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে কামব্যাক করতে পারেন তিনি। তবে শেষ পর্যন্ত সেটাও হলো না। কিউই ব্রিগেডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে ভারত। তবে সেই দলে জায়গা হয়নি শামির।

অবশ্যই পড়ুন: মুস্তাফিজুর রহমানের জায়গায় কে খেলবেন? বাংলাদেশি পেসারকে ছেড়ে মুখ খুলল KKR

দলে ফিরলেন সিরাজ, আর কী বদল এল টিম ইন্ডিয়ায়?

শনিবার, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে নিউজিল্যান্ড সিরিজের যে একদিনের দল ঘোষণা করা হয়েছে তাতে প্রত্যাশার মতোই জায়গা পেয়েছেন রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর থেকে কুলদীপ যাদব প্রায় সকলেই। তবে না বললেই নয়, ভারতীয় দলে একটানা বেশ কিছুদিন পর ফের জায়গা হল মহম্মদ সিরাজের। দলে ফিরলেন নীতিশ কুমার রেড্ডিও। এছাড়াও যশস্বী জয়সওয়াল খেলবেন। তবে আইয়ার দলে ফিরলেও তার নামের পাশে রয়েছে সাবজেক্ট টু ফিটনেস ক্লিয়ারেন্স শব্দটি। অর্থাৎ মেডিকেল টিমের তরফে ফিটনেস নিয়ে সবুজ সংকেত পাওয়া গেলে তবেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে আইয়ার।

অবশ্যই পড়ুন: ভেনেজুয়েলায় হামলা আমেরিকার, ‘প্রেসিডেন্ট মাদুরোকে আটক করেছি’ দাবি ট্রাম্পের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঘোষিত দল

শুভমন গিল (অধিনায়ক), শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পন্থ, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল।

Leave a Comment