প্রীতি পোদ্দার, কলকাতা: বিধানসভা নির্বাচনের আবহে রাজ্য জুড়ে যেখানে উত্তাল পরিস্থিতি, সেখানে কয়লাকাণ্ড ঘিরে গতকাল আইপ্যাকের কর্তা প্রতীক জৈনের বাড়িতে ইডি হানা (I-PAC Raid) দেওয়ায় তৈরি হয় মারাত্মক শোরগোল। প্রতীকের বাড়ি পৌঁছে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেরোনোর সময় হাতে ছিল সবুজ ফাইল। অভিযোগ তোলেন,তাঁর দলের নির্বাচনী কৌশলের তথ্য ‘ট্রান্সফার’ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এরপরই তদন্তে বাঁধা দেওয়ার অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয় ED। চুপ থাকেনি শাসকদল। এবার হাইকোর্টে পাল্টা ইডির বিরুদ্ধে মামলা দায়ের করল তৃণমূল। আজই হতে পারে এই মামলার শুনানি।
সবুজ ফাইল নিয়ে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী
প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোরের হাত ধরে তৈরি হয়েছিল ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি— I PAC। সেই সময় সহ-প্রতিষ্ঠাতা ও ডিরেক্টর হিসেবে ছিলেন প্রতীক জৈন। এমতাবস্থায় পুরোনো কয়লা মামলার তদন্তের জেরে বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ ইডি হানা দেয় আই-প্যাকের কর্ণধার ও সহ-প্রতিষ্ঠাতা প্রতীক জৈনের বাড়িতে। পাশাপাশি সল্টলেকে আইপ্যাকের দফতরে ইডির তল্লাশি অভিযান চলছিল। এদিকে তল্লাশির খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে হাজির হন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং মুখ্যমন্ত্রী। প্রতীক জৈনের বাড়ি থেকে হাতে করে নিয়ে আসেন সবুজ ফাইল, ল্যাপটপ। অভিযোগ করেন, ভোটের কৌশল সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি জোর করে নিয়ে যাওয়া হয়েছে। দলের কাগজপত্র ও তথ্য লুট করা হয়েছে। পরে আইপ্যাকের অফিসেও ছুটে যান মমতা।
আরও পড়ুনঃ হুগলী থেকে পুরুলিয়া, বিষ্ণুপুর ট্রেন! এই দিন উদ্বোধন হতে পারে জয়রামবাটি স্টেশনের
ED-র বিরুদ্ধে হাইকোর্টে তৃণমূল
তদন্তের মাঝে এইভাবে তথ্য একপ্রকার জোর করে ছিনিয়ে নেওয়াকে কোনোভাবেই মেনে নেয়নি ED। সঙ্গে সঙ্গে বিবৃতি জারি করে তারা জানান, সাংবিধানিক পদের অপব্যবহার করে নথি ছিনতাই হয়েছে। তাই মামলা দায়ের করতে চেয়ে হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। আজ অর্থাৎ শুক্রবারই এই সংক্রান্ত শুনানি হতে পারে। অন্যদিকে ইডির হানা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীরা। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় মিছিল করে তৃণমূল। শুধু তাই নয়, ইডির তল্লাশি অভিযানের বিরোধিতা করে পাল্টা হাইকোর্টে পৌঁছেছে তৃণমূল। মামলা করতে চেয়ে হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করেছে এই ঘাসফুল শিবির।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ৬ জেলায় শীতল দিন, পড়বে রেকর্ড ঠান্ডা! আজকের আবহাওয়া
পথে নামবেন মমতা
বৃহস্পতিবার, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ও আইপ্যাকের সল্টলেকের দফতরে ইডি হানার প্রতিবাদে নেমে আজই পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর আড়াইটের মধ্যে, সকলকে মিছিলে জমায়েতের আহ্বান জানিয়েছেন তিনি। ৩ টে থেকে শুরু হবে মিছিল। যাদবপুর এইটবি বাসস্ট্যান্ডের সামনে জমায়েত হবে। ওখান থেকে মিছিল, যাদবপুর ফাঁড়ি হয়ে আনোয়ার শাহ রোড হয়ে টালিগঞ্জ হয়ে গড়িয়াহাট, রাসবিহারী হয়ে হাজরায় এসে শেষ হবে। এখন দেখার পালা হাইকোর্টে দুই মামলার শুনানি কী পর্যায়ে পৌঁছয় এবং এই হাইভোল্টেজ মিছিল কী প্রতিক্রিয়া ফেলে রাজ্য জুড়ে।