এবার কলকাতা থেকে এক ট্রেনে মিজোরাম, ছুটবে নশিপুর ব্রিজ হয়ে! জানুন রুট

kolkata mizoram train

সহেলি মিত্র, কলকাতা: সকল অপেক্ষার অবসান, এবার সরাসরি কলকাতা থেকে যাওয়া যাবে মিজোরাম (Kolkata Mizoram Train)। তাও কিনা রেলপথে। এই নিয়ে বিরাট তথ্য দিয়েছে রেলওয়ে। এক বিজ্ঞপ্তি অনুযায়ী, সম্প্রতি পূর্ব রেলের তরফে কলকাতা থেকে মিজোরাম অবধি একটি এক্সপ্রেস ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছিল কেন্দ্রীয় রেলমন্ত্রককে। এবার সেই প্রস্তাবে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। এই ট্রেনের রুটেও রয়েছে দারুণ চমক। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

এবার কলকাতা থেকে সরাসরি মিজোরাম অবধি চলবে ট্রেন!

জানা গিয়েছে, এবার সরাসরি মিজোরাম যাওয়ার জন্য দুটি ট্রেন পাচ্ছে পশ্চিমবঙ্গ। কলকাতা স্টেশন অর্থাৎ চিৎপুর টার্মিনাল থেকে ছাড়বে ট্রেনটি। মিজোরামের সাইরাং স্টেশন অবধি যাবে। এটি ত্রি সাপ্তাহিক ট্রেন হিসেবে চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। যাত্রা শেষ করতে ট্রেনটি ৩১ ঘন্টা লাগবে বলে খবর। অন্য আরেকটি ট্রেন বাংলা হয়ে সাইরাং যাবে বলে খবর। আনন্দবিহার থেকে সাইরাং যাবে বলে খবর। এটি মালদা স্টেশনে থামবে।

জানা গিয়েছে, ট্রেন নম্বর ১৩১২৫ কলকাতা, মালদা হয়ে সাইরাং স্টেশনে ঢুকবে। ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছাড়তে পাড়ে দুপুর ১২:২৫ নাগাদ। এরপর সেটি একদিন পর সন্ধে ১৯:৪৫ নাগাদ সাইরাং ঢুকবে।

ট্রেনের রুট কী?

এবার আসা যাক ট্রেনের রুট সম্পর্কে। বিজ্ঞপ্তি অনুযায়ী, কৃষ্ণনগর সিটি, বহরমপুর কোর্ট, মুর্শিদাবাদ, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা, মালদা টাউন, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার, তুফানগঞ্জ, গোলকগঞ্জ, গৌরীপুর, বিলাসীপাড়া, অভয়াপুরী, গোয়ালপাড়া টাউন, কামাখ্যা, গুয়াহাটি, হোজাই, নিউ হাফলং, বদরপুর, হাইলাকান্দি এবং বৈরবী স্টেশনে থামবে।  ট্রেনটি কলকাতা স্টেশন থেকে শনিবার মঙ্গলবার এবং বুধবার ছাড়বে অপরদিকে সাইরান থেকে সোমবার বৃহস্পতিবার এবং শুক্রবার ছাড়বে।

ট্রেনটিতে দুটি এইচবি কোচ একটি LSRD, একটি LWRRM, ৪টি LWS, ৭টি LWSCN, ২টি LWACCW, ৫টি LWACCN মিলিয়ে মোট ২২টি LHB কোচ থাকবে।  ট্রেনের ভাড়া কী হবে সেই বিষয়ে এখনো অবধি জানা যায়নি।

Leave a Comment