সহেলি মিত্র, কলকাতা: দিল্লির মতো বিস্ফোরণের ঘটনার পুনরাবৃত্তি আটকাতে এবার বড় সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো (Kolkata Metro)। ২০২৬ সালের মধ্যে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে মেট্রোকে বলে খবর। এই জন্য মূলত AI আনা হবে। এখন নিশ্চয়ই ভাবছেন মেট্রোর নিরাপত্তার সঙ্গে AI বা কৃত্তিম বুদ্ধিমত্তার কী সম্পর্ক? চলুন জেনে নেবেন।
AI -এর সাহায্য নিতে চলেছে কলকাতা মেট্রো
দ্য টেলিগ্রাফের রিপোর্ট অনুযায়ী, কলকাতা মেট্রোর ব্লু লাইনে নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে একটি নতুন এআই-সক্ষম, আইপি-ভিত্তিক সিসিটিভি নজরদারি নেটওয়ার্ক চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। ২৫.৩৪ কোটি টাকা ব্যয়ে এই আপগ্রেডের মধ্যে রয়েছে ১,৬৭৮টি হাই -রেজোলিউশন বিশিষ্ট ক্যামেরা ইনস্টল এবং পুরানো স্টেশন-স্তরের সরঞ্জামগুলিকে একটি কেন্দ্রীয় পর্যবেক্ষণ ব্যবস্থা দিয়ে প্রতিস্থাপন করা। এগুলির মাধ্যমে দ্রুত হুমকি সনাক্তকরণ, রিয়েল-টাইম সতর্কতা এবং উন্নত যাত্রী সুরক্ষা প্রদান করা সম্ভব হবে।
এক মেট্রো কর্মকর্তার মতে, AI সিস্টেমটি প্রশিক্ষিত কর্মীদের তাৎক্ষণিকভাবে সতর্ক করতে সক্ষম হবে। অতিরিক্ত লাগেজ, অস্বাভাবিক অনুপ্রবেশ বা অস্বাভাবিক ভিড়ের আচরণ সনাক্ত করে। এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন ব্লু লাইন করিডোরে প্রকল্পটি বাস্তবায়নকারী বৃহস্পতি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজশেখর পাপোলু। তিনি জানান, “কোনও ঘটনার পর প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে, সিস্টেমটি নিরাপত্তা দলগুলিকে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার জন্য অ্যালার্ট করবে।”
কীভাবে কাজ করবে ক্যামেরাগুলি?
যে কোনও অপ্রীতিকর ঘটনার এড়ানোর জন্য মেট্রোল স্টেশনের বাইরে এবং ভিতরে এআই-এর সাহায্য নিয়ে বেশ কিছু ক্যামেরা বসানো হবে। যার নজরদারি এড়াতে পারবে না কেউ। কর্তৃপক্ষের মতে, কোনও সন্দেহজনক গাড়ি বা মানুষের গতিবিধি, অবৈধ প্রবেশ – সবই ধরা পড়বে ওই ক্যামেরাগুলিতে। এমনকী মেট্রো লাইনে কেউ ঝাঁপ দিতে উদ্যত হলে, তারও আগাম বার্তা দিতে সক্ষম অত্যাধুনিক AI বিশিষ্ট ক্যামেরাগুলি।