এবার ঘণ্টা হিসাবে মিলবে ডেটা, দৈনিক বা মাসিক ভিত্তিতে নয়! চমক দিচ্ছে Jio, Airtel

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের টেলিকম দুনিয়ার আমূল বদলে যাচ্ছে! এবার দৈনিক ভিত্তিতে নয়, বরং ঘন্টা হিসেবে মিলবে ইন্টারনেট। জানা যাচ্ছে, দেশের দুই বৃহত্তম টেলিকম সংস্থা রিলায়েন্স Jio এবং Airtel এবার এমন কিছু রিচার্জ প্ল্যান (Recharge Plan) নিয়ে এসেছে, যা বদলে দিতে পারে ইন্টারনেট ব্যবহারে সংজ্ঞাকেই!

মাত্র 11 টাকাতেই 10GB ডেটা

এখনকার দিনে যেখানে 1.5GB ডেটা নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে, সেখানে 11 টাকার বিনিময়ে মিলছে 10GB হাই-স্পিড ডেটা। হ্যাঁ, এমনই এক প্ল্যান নিয়ে এসে বাজার কাপাচ্ছে জিও। তবে এর সুবিধা শুধুমাত্র 1 ঘন্টার জন্যেই। যদিও এটি আপাতত হবে অ্যাড অন প্যাক হিসেবেই চালু রয়েছে।

বদলে যাচ্ছে ডেটা ব্যবহারের ধরন?

গত কয়েক বছর ধরেই মোবাইল ইন্টারনেট প্ল্যান মিলছে দৈনিক বা মাসিক ভিত্তিতে। তবে সময় বদলেছে। কাজের ধরনের বদলাচ্ছে। অনেকে এখন অনলাইনে মিটিং, ক্লাস বা কনটেন্ট আপলোড বা জরুরী কাজ করে থাকে। আর সেক্ষেত্রে গোটা দিনের ডেটা না লাগলেও কিছুক্ষণের জন্য হাই-স্পিড ডেটার প্রয়োজন পড়ে। আর সেই সূত্র ধরেই এরকম প্ল্যান বাজারে নিয়ে এসেছে জিও।

গ্রাহকদের লাভ নাকি ক্ষতি?

এই প্ল্যানে 1 ঘণ্টার মধ্যে 10GB ডেটা ব্যবহারের সুবিধা পাবে গ্রাহকরা। এমনকি ফ্রিল্যান্সাররা ভিডিও কল বা মিটিং-র সময় ডেটা চালু রেখে কাজ ছাড়তে পারবে। পাশাপাশি যাদের হাই স্টোরেজের প্রজেক্ট বা ভিডিও ডাউনলোড করতে হয় বা ইউটিউবে কন্টেন্ট আপলোড করতে হয়, তাদের জন্যই এই প্ল্যান সেরা বিকল্প। পাশাপাশি ব্রডব্যান্ডে কোনও সমস্যা হলে বিকল্প হিসেবে এই প্ল্যান কাজে আসতে পারে।

আরও পড়ুনঃ পালিয়ে মুসলিম ছেলেকে বিয়ে! জীবিত মেয়ের শ্রাদ্ধ করে সম্পর্ক ত্যাগ নদিয়ার পরিবারের

থাকছে কিছু কিন্তুও

তবে এই ধরনের ঘণ্টাভিত্তিক প্ল্যানে যেমন অঢেল সুবিধা পাওয়া যাচ্ছে, তেমনই কিছু সমস্যা থাকছে। প্রথমত, 1 ঘন্টার মধ্যে 10GB ডেটা শেষ করতে না পারলে সেই ডেটা কেটে নেওয়া হচ্ছে। এমনকি যদি ভবিষ্যতে প্রতিটি রিচার্জ প্ল্যান এভাবে ঘন্টায় পরিমাপ শুরু হয়, তাহলে দৈনিক ডেটা বা মাসিক ডেটার কোনও ভবিষ্যৎ থাকবে না। পাশাপাশি যারা কম ইন্টারনেট ব্যবহার করে, তাদের জন্য এই প্ল্যান কি সত্যিই যুক্তিসঙ্গত? থেকে যাচ্ছে প্রশ্ন!

Leave a Comment