এবার ছুটির দিন ও রবিবারেও PRS কাউন্টার থেকে কাটা যাবে টিকিট, ঘোষণা পূর্ব রেলের

সহেলি মিত্র, কলকাতা: যাত্রীদের সুবিধার্থে এবার বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এবার থেকে আপনি যদি ছুটির দিনগুলিতে ট্রেনের টিকিট কাটবেন বলে ভেবে থাকেন তাহলে আপনার জন্য রইল দুর্দান্ত সুখবর। বর্তমান সময়ে টিকিট কাটার ক্ষেত্রে আইআরসিটিসি সহ বেশ কিছু অ্যাপ রয়েছে যেগুলি সকলের ভরসার অন্যতম পাত্র হয়ে উঠেছে। তবে অনেক সময় দেখা যায় সময়ের মধ্যে টিকিট কাটা সম্ভব হয়ে ওঠে না এই অ্যাপগুলির মাধ্যমে। তবে চিন্তা নেই,এবার আপনি ছুটির দিন গুলিতেও পিআরএস কাউন্টার (PRS ticket counter) থেকে নিজের জন্য রিজার্ভেশন টিকিট কাটতে সক্ষম হবেন।

বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল

রবিবার এবং জাতীয় ছুটির দিনগুলিতে রিজার্ভেশন কাউন্টারগুলি খোলা থাকবে। মোট ৫৭টি পিআরএস বা প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম কাউন্টার চালু থাকবে বলে জানানো হয়েছে রেলের তরফে। এই সুবিধা আগামী ৩১শে আগস্ট অবধি থাকবে। এই তারিখ অবধি সব রবিবার ও জাতীয় ছুটির দিনগুলিতে অর্থাৎ ৩ আগস্ট, ১০ আগস্ট, ১৫ ই আগস্ট, ১৭ ই আগস্ট, ২৪ আগস্ট এবং ৩১শে আগস্ট সকালের শিফ্টে খোলা থাকবে যাতে যে সকল যাত্রীদের উল্লেখিত রবিবার ও জাতীয় ছুটির দিনে অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ডের তারিখ পড়েছে তারা টিকিট কাটতে পারবেন।

পিআরএস কাউন্টারগুলি কোথায় রয়েছে?

এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে এই পিআরএস কাউন্টারগুলি কোথায় কোথায় রয়েছে? তাহলে জানিয়ে রাখি আপনারা শিয়ালদা, বিধাননগর রোড, কলকাতা, দমদম জংশন, বরাহনগর রোড, দক্ষিণেশ্বর, বাগবাজার, বড়বাজার, বেলঘড়িয়া, আগরপাড়া সোদপুর,খড় দহ, টিটাগড়, ব্যারাকপুর, ইছাপুর, শ্যামনগর,জগদ্দল, কাকিনাড়া, নৈহাটি জংশন, কাঁচরাপাড়া, কল্যাণী জংশন, চাকদহ, রানাঘাট জংশন, বগুলা, শান্তিপুর জংশন, কৃষ্ণনগর সিটি জংশন, ধুবুলিয়া থেকে টিকিট কাটতে পারবেন।

আরও পড়ুনঃ প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল মামলায় হাইকোর্টে বড় দাবি রাজ্যের

এছাড়াও রয়েছে দেবগ্রাম, পলাশী, রেজিনগর, বেলডাঙ্গা, বহরমপুর কোর্ট, কাশিমবাজার, মুর্শিদাবাদ,লালগোলা, বালিগঞ্জ জংশন, ঢাকুরিয়া, যাদবপুর, টালিগঞ্জ, নিউ আলিপুর, মাঝেরহাট, বজবজ, সোনারপুর জংশন, চম্পাহাটি,ডায়মন্ড হারবার, লক্ষীকান্তপুর, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি, বসিরহাট, হাসনাবাদ, বারাসাত জংশন, হাবরা, ঠাকুরনগর, বনগাঁ জংশন এবং গাংনাপুর।

Leave a Comment