এবার জয়েন্ট এন্ট্রান্সে প্রথম কলকাতার অনিরুদ্ধ, দেখে নিন প্রথম দশের তালিকা

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ জটিলতার অবসান ঘটিয়ে প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট (WBJEE 2025 Result)। হ্যাঁ, কলকাতা হাইকোর্টের নির্দেশ যে জটিলতা তৈরি হয়েছিল, তার উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার পরই আজ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ফলাফল প্রকাশিত হয়েছে।

রিপোর্ট অনুযায়ী, এবছর জয়েন্টে মেধা তালিকার শীর্ষস্থানে নাম লিখিয়ে ফেলল কলকাতার কৃতি ছাত্র পার্থ সার্কাসের ডন বসকো স্কুলের অনিরুদ্ধ চক্রবর্তী। বর্তমানে সে খড়গপুর আইআইটিতে পঠরত। কিন্তু জয়েন্ট পরীক্ষায় রাজ্যের সর্বোচ্চ সাফল্যের প্রতীক হিসেবে তার নাম লেখা হল স্বর্ণাক্ষরে।

শীর্ষ দশের তালিকা

জানিয়ে দিই, এবার জয়েন্ট পরিক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছে কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের ছাত্র সাম্যজ্যোতি বিশ্বাস এবং তৃতীয় স্থান অধিকার করেছে কলকাতার রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু। চতুর্থ স্থানে রয়েছে একই স্কুলের ছাত্র অরিত্র রায় এবং পঞ্চম স্থানে রয়েছে দুর্গাপুরের পুরভ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র তৃষাণজিৎ দলুই।

ষষ্ঠ স্থানে রয়েছে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র সাগ্নিক পাত্র, সপ্তম স্থানে রয়েছে পূর্ব বর্ধমানের বর্ধমান মডেল স্কুলের সম্বিত মুখোপাধ্যায়। অষ্টম স্থান অধিকার করেছে খড়গপুরের ডিএভি মডেল স্কুলের ছাত্র অর্চিস্মান নন্দী। নবম স্থান অধিকার করেছে কলকাতার রাজারহাটের দিল্লি পাবলিক স্কুলের ছাত্র প্রতীক ধানুকা, আর দশম স্থানে জায়গা করে নিয়েছে পূর্ব বর্ধমানের বর্ধমান মিউনিসিপাল হাইস্কুলের অর্ক বন্দ্যোপাধ্যায়।

কীভাবে জয়েন্ট পরীক্ষার রেজাল্ট দেখবেন?

WBJEE 2025-এর রেজাল্ট দেখার জন্য অবশ্যই www.wbjeeb.in ওয়েবসাইটে যেতে হবে। এরপর হোমপেজে গিয়ে “WBJEE 2025 Result” লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর স্ক্রিনে র‍্যাঙ্ক কার্ড দেখা যাবে। সেখানে বিষয়ভিত্তিক মোট নম্বর এবং মেধাক্রম উল্লেখ করা থাকবে। এরপর এই র‍্যাঙ্ক কার্ড ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট আউট করে রাখতে হবে ভবিষ্যতে কাউন্সিলিং ও ভর্তি প্রক্রিয়ার জন্য।

আরও পড়ুনঃ জয়েন্টের ফল প্রকাশে রইল না আর কোনো বাধা, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

প্রসঙ্গত জানিয়ে রাখি, গত 7 আগস্ট জয়েন্ট পরীক্ষার ফলাফল প্রকাশের দিন ধার্য থাকলেও রাজ্যের ওবিসি সংক্রান্ত মামলায় তা স্থগিত হয়। যদিও কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ নতুন করে মেধাতালিকা তৈরির নির্দেশ দিয়েছিল। তবে তাতেও ফল প্রকাশ আটকে যায়। অবশেষে সুপ্রিম কোর্ট সেই রায়ের উপর স্থগিতাদেশ জারি করলে মেধাতালিকা প্রকাশে আর কোনোরকম বাধা থাকে না।

Leave a Comment