এবার ঢাকায় BGB-র মুখোমুখি হচ্ছে BSF!

BSF-BGB Conference In Dhaka

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার সরাসরি বাংলাদেশে যাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স। রিপোর্ট অনুযায়ী, আগামী 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশের সাথে বৈঠক চলবে BSFএর। ওপার বাংলায় অনুষ্ঠিতব্য সেই বৈঠকে উপস্থিত থাকবেন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর প্রতিনিধি তথা BSF প্রধান। অন্যদিকে বাংলাদেশের তরফে ওই বৈঠকে থাকছেন বর্ডার গার্ড বাংলাদেশের প্রধানও। কিন্তু কী কারণে হঠাৎ এমন বৈঠক ডাকা? তাহলে কি বড়সড় কিছু ঘটতে চলেছে?

কেন হঠাৎ বর্ডার গার্ড বাংলাদেশের সাথে বৈঠকে বসছেন BSF কর্তা?

শেখ হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের সাথে যেমন ঘনিষ্ঠতা বেড়েছে পাকিস্তানের, ঠিক তেমনই চিনের একেবারে কাছাকাছি পৌঁছেছেন ওপার বাংলার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। যার জেরে বিগত দিনগুলিতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের সমীকরণকে ভিন্ন রূপ নিয়েছে! কমেছে সখ্যতা, বদলেছে দুই দেশের বানিজ্যিক সম্পর্কও!

এমতাবস্থায়, বর্ডার গার্ড বাংলাদেশ প্রধানের সাথে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর প্রধানের এমন বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। কিন্তু কী কারণে হঠাৎ এমন বৈঠক? দ্য ইকোনমিক টাইমের রিপোর্ট অনুযায়ী, সাধারণ নিয়ম মেনেই অন্যান্য সময়ের মতো এবছরও BGB প্রধানের সাথে বৈঠকে বসবেন BSF কর্তা। বলা বাহুল্য, এর আগেও গত ফেব্রুয়ারি মাসে নয়াদিল্লীতে BSF-BGB ডিরেক্টর জেনারেল পর্যায়ের বৈঠক হয়েছিল। এবার চারদিন ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে ঢাকায়।

অবশ্যই পড়ুন: পাকিস্তানে ফের জাফর এক্সপ্রেসে হামলা! বালুচিস্তানে রেল ট্র্যাকে ভয়াবহ বিস্ফোরণ, লাইনচ্যুত ৬ কামরা

4 দিনের বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হবে?

বর্ডার গার্ড বাংলাদেশের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী 25 আগস্ট থেকে 28 আগস্ট পর্যন্ত চার দিনব্যাপী BSF-BGB ডিরেক্টর জেনারেল পর্যায়ের বৈঠকে দুদেশের মধ্যে মূলত পুশ ইন, সীমান্তে নাশকতা ও অনুপ্রবেশকারীদের নিয়ে বিশেষ আলোচনা হবে। এছাড়াও দুই দেশের সীমানায় 130 মিটেরের মধ্যে উন্নয়নমূলক প্রকল্প নিয়ে সমস্যা সমাধানের বিষয় নিয়েও আশাবাদী BGB।

অন্যদিকে বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে যেভাবে ভারতে অনুপ্রবেশ বাড়ছে আসন্ন বৈঠকে সেই বিষয় নিয়েই আলোচনা চলবে। এছাড়াও সীমান্তে নাশকতা, পাচার কাজ সহ অন্যান্য অগ্রহণযোগ্য কার্যকলাপ রুখতে বর্ডার গার্ড বাংলাদেশের সাথে আলোচনায় বসবে ভারতের প্রতিনিধিরা। সব মিলিয়ে, দু’দেশের সীমান্ত সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েই আলোচনা হবে চলতি মাসের বৈঠকে।

Leave a Comment