বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভিসা ছাড়া প্রবেশ নিষেধ! বন্ধু হয়েও ভারতীয়দের বড় ধাক্কা দিল এক মুসলিম দেশ (Indians Visa Free Travel Suspension)। জানা যাচ্ছে, ভারতীয় নাগরিকদের জন্য ভিসা ফ্রি প্রবেশে স্থগিতাদেশ জারি করেছে ইরানের সরকার। PTI এর রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বহু ভারতীয়দের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একপ্রকার বেআইনিভাবে ইরানে পাঠানোর পর সেখান থেকে পাচার করা হয়েছে। এছাড়াও বিগত দিনগুলিতে বারবার ভারতীয়দের অপহরণের পর তাদের পরিবারের কাছে চাওয়া হয়েছে মুক্তিপণ। মূলত এইসব ঘটনাকে সামনে রেখে এবার ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুবিধাটি আপাতত স্থগিত করে দিল ইসলামের দেশ।
শীঘ্রই কার্যকর হবে ইরানের স্থগিতাদেশ
একাধিক রিপোর্ট অনুযায়ী, বিভিন্ন জালিয়াতি এবং প্রতারণার ঘটনাগুলিকে সামনে রেখে ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে ভিসা ফ্রি ভ্রমণের যে সুবিধাটি ইরান সরকারের তরফে স্থগিত করা হল তা আগামী 22 নভেম্বর থেকেই কার্যকর হয়ে যাবে। তবে এর আগে পর্যন্ত ভারতের নাগরিকরা ভিসা ছাড়াই ইরানে প্রবেশ করতে পারবেন। যদিও সেক্ষেত্রে বেশ কিছু বিধি-নিষেধ লাগু করেছে দেশটির সরকার। তবে 22 তারিখের পর থেকে সাধারণ পাসপোর্টধারী সমস্ত ভারতীয় নাগরিকের ইরানে প্রবেশের ক্ষেত্রে এবং ট্রানজিটের জন্য ভিসা লাগবেই।
এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একেবারে সাফ জানিয়ে দিয়েছে, “বিগত দিনগুলিতে বিভিন্ন মানব পাচার চক্রগুলি ইরানে ভারতীয়দের ভিসা ফ্রি ভ্রমণের সুবিধাটির একেবারে অপব্যবহার করেছে। তাই আগামীতে এই বিশেষ সুবিধাকে কাজে লাগিয়ে যাতে কেউ প্রতারণা বা পাচারের ঘটনা ঘটাতে না পারে সেজন্যই এমন পদক্ষেপ নিয়েছে ইরানের সরকার। নয়া দিল্লি এও জানিয়েছে, বিভিন্ন সময়ে ভারতীয়দের চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ইরান থেকে পাচার করা হচ্ছিল। তাদের মূলত বলা হতো ইরানের ভিসা মুক্ত প্রবেশ ব্যবস্থা ব্যবহার করে তারা সহজেই নিজেদের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। তাছাড়াও সাম্প্রতিক মাসগুলিতে তেহরানে পৌঁছানোর পর ভারতীয়দের অপহরণ করে মুক্তিপণ চাওয়ার মতো ঘটনাগুলিও মাথাচারা দিয়ে উঠেছিল।
অবশ্যই পড়ুন: ইসলামাবাদে জঙ্গি হামলার আতঙ্কে অসুস্থ! পাকিস্তান ছাড়লেন শ্রীলঙ্কার অধিনায়ক সহ ২ প্লেয়ার
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সরকারের কাছে খবর রয়েছে বহু ভারতীয়র কাছ থেকে টাকা নিয়ে মিথ্যে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ইরানে পাঠানো হয়েছিল, পরে সেখান থেকে ছেলে মেয়ে নির্বিশেষে অনেকে পাচার চক্রের ফাঁদে পা দিয়েছেন। পাচারকারীরা মূলত ইরানের ভিসা ফ্রি সুবিধাকে কাজে লাগিয়ে এই ধরনের অপকর্ম চালাচ্ছিল। তাই শেষ পর্যন্ত কঠোর হতেই হল দেশটির সরকারকে। যদিও সূ