এবার নিমিষেই ভারত থেকে ইউরোপে টাকা পাঠান UPI-র মাধ্যমে

india europe upi

সহেলি মিত্র, কলকাতাঃ UPI ব্যবহারকারীদের জন্য রইল দারুণ এক সুখবর। এমনিতে যত সময় এগোচ্ছে ততই এই ইউপিআই পরিষেবা সাধারণ মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। এই বিশেষ পরিষেবাটি ভারতীয়দের আর্থিক লেনদেনের সংজ্ঞাটাই বদলে রেখে দিয়েছে। আর এই সুবিধার পাশাপাশি আরও নতুন এক সুবিধা যোগ হতে চলেছে ভারতীয়দের জন্য। এবার আপনি ভারত থেকে শুধুমাত্র UPI ব্যবহার করে সুদূর ইউরোপে টাকা লেনদেন করতে সক্ষম হবেন। শুনতে অবিশ্বাস্যকর মনে হলেও এটাই সত্যি।

ভারত থেকে এবার ইউরোপে টাকা পাঠান UPI-এর সাহায্যে!

এখন পকেটে নগদ টাকা না থাকলেও কোনও সমস্যা নেই, কারণ এখন সব জায়গায় সিংহভাগ মানুষ ইউপিআই ব্যবহার করছেন, ফলে কিউআর কোড থাকলে সেকেন্ডের মধ্যে পেমেন্ট হয়ে যায়। এখন মুদিখানার দোকান থেকে শুরু করে গুমটি চায়ের দোকান কিংবা মাছের দোকানে অবধি এই কিউআর স্ক্যানার কোড থাকে। ফলে এখন আর টাকা চুরি হওয়ার ভয়ও খুব একটা তাড়া করে বেরায় না সাধারণ মানুষকে। যাইহোক, এবার আসা যাক মূল বিষয়ে। আরবিআই জানিয়েছে, ভারতের জনপ্রিয় মোবাইল পেমেন্ট সিস্টেম, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI), ইউরোপীয় তাৎক্ষণিক পেমেন্ট সিস্টেম, TARGET তাৎক্ষণিক পেমেন্ট সেটেলমেন্ট (TIPS) এর সাথে আন্তঃসংযুক্তিকরণ করা হবে।

বড় ঘোষণা RBI-এর

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানিয়েছে, RBI এবং NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড (NIPL), ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতায়, UPI-কে TARGET তাৎক্ষণিক পেমেন্ট সেটেলমেন্ট (TIPS) এর সাথে সংযুক্ত করার উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে। আরবিআই জানিয়েছে যে, গঠনমূলক এবং চলমান আলোচনার পর, উভয় পক্ষই UPI-TIPS লিঙ্কের বাস্তবায়ন পর্ব শুরু করতে সম্মত হয়েছে। NPCI দেশের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম UPI পরিচালনা করে, যা প্রতি মাসে প্রায় ২৭ লক্ষ কোটি টাকার ২০ বিলিয়নেরও বেশি লেনদেনের সুবিধা প্রদান করে।

উপকৃত হবেন দুই দেশের মানুষ

আরবিআই জানিয়েছে, প্রস্তাবিত UPI-TIPS আন্তঃসংযোগের লক্ষ্য ভারত এবং ইউরো অঞ্চলের মধ্যে আন্তঃসীমান্ত রেমিট্যান্স প্রেরণ সহজতর করা এবং উভয় দেশের ব্যবহারকারীদের জন্য এটি উপকারী হবে বলে আশা করা হচ্ছে। RBI জানিয়েছে যে এটি NIPL-এর মাধ্যমে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে যাতে UPI-TIPS লিঙ্কটি কার্যকর করা যায়।

Leave a Comment