এবার প্রবীণ নাগরিক ও মহিলাদের লোয়ার বার্থ খুঁজে দেবে খোদ রেল

Railway lower berth

সহেলি মিত্র, কলকাতা: ভারতীয় রেলওয়ে তার যাত্রীদের জন্য বিরাট ঘোষণা করেছে। বিশেষ করে প্রবীণ নাগরিক এবং ৪৫ বছরের বেশি বয়সী মহিলাদের জন্য সত্যিই কিছু সুখবর দিয়েছে রেল। এবার থেকে লোয়ার বার্থ (Railway lower berth) নিয়ে আর সমস্যার মুখে পড়তে হবে না। আগে অনেকেই টিকিট বুক করার সময় লোয়ার বার্থের বিকল্পটি বেছে নিতে ভুলে যেত, এবং তাদের আপার বার্থে ঘুমাতে হত। কিন্তু এখন আর তা হবে না। এর কারণ রেলওয়ে সিস্টেমটিকে এতটাই স্মার্ট করে তুলেছে যে বুকিংয়ের সময় আপনি যদি কোনও বিকল্প নাও দেন, তাহলেও যদি আপনি এই বিভাগে পড়েন, তাহলে লোয়ার বার্থটি স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য সংরক্ষিত হয়ে যাবে।

লোয়ার বার্থ নিয়ে বড় ঘোষণা রেলের

এর অর্থ হল, বয়স্কদের আর উপরে ওঠার চিন্তা করতে হবে না। রিপোর্ট অনুযায়ী, পাশাপাশি ৪৫ বছরের বেশি বয়সী মহিলারাও আরামদায়ক লোয়ার সিট পাবেন এবং এই সুবিধা গর্ভবতী মহিলাদের জন্যেও প্রযোজ্য হবে। রেলওয়ের লক্ষ্য স্পষ্ট, প্রতিটি যাত্রা সহজ করা এবং প্রতিটি যাত্রীর আরাম নিশ্চিত করা।

কারা পাবে লোয়ার বার্থ?

রেলওয়ে এই সুবিধার জন্য যোগ্য হিসেবে তিন ধরণের যাত্রী চিহ্নিত করেছে।

১)  প্রথমত, বয়স্ক নাগরিক, অর্থাৎ যারা বয়স্ক এবং যাদের ওঠা এবং নামতে অসুবিধা হতে পারে।
২) দ্বিতীয়ত, ৪৫ বছরের বেশি বয়সী মহিলা, যাদের জন্য দীর্ঘ যাত্রার সময় নীচের বার্থ সবচেয়ে সুবিধাজনক।

৩)  তৃতীয়ত, গর্ভবতী মহিলা, যাদের জন্য মাঝের বা উপরের বার্থে ওঠা কঠিন তাঁদের জন্য এই সুবিধাটি খুব দরকার ছিল।

টিকিট বুকিং করার সময় এই সিস্টেমটি অটোমেটিক ভাবে এই তিন শ্রেণীর যাত্রীদের জন্য লোয়ার বার্থ বরাদ্দ করার চেষ্টা করবে। বুকিং করার সময় যদি তারা একটি খুঁজে না পান, তাহলে ট্রেনে লোয়ার বার্থ পাওয়া মাত্রই টিটিই অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ করবেন।

কোন কোচে কতটি আসন সংরক্ষিত?

যোগ্য যাত্রীদের যাতে খুব বেশি সমস্যার সম্মুখীন না হতে হয়, সেজন্য রেলওয়ে প্রতিটি ক্লাসে আলাদা আলাদা সংখ্যক নিম্ন বার্থ বরাদ্দ করেছে। যেমন স্লিপার ক্লাস (SL)-এর প্রতি কোচে ৬-৭টি লোয়ার বার্থ শুধুমাত্র এই শ্রেণীর যাত্রীদের জন্য সংরক্ষিত। ৩এসি কোচে ৪-৫টি লোয়ার বার্থ সংরক্ষিত থাকবে। সেইসঙ্গে ২এসি কোচে ৩-৪টি লোয়ার বার্থ অ্যালোকেট থাকবে।

আরও পড়ুনঃ 2026 IPL এ KKR-র X ফ্যাক্টর হয়ে উঠতে পারেন এই প্লেয়ার, ভবিষ্যদ্বাণী সুনীল নারিনের

প্রতিটি ট্রেনে প্রতিবন্ধী কোচ

এখন, রেলওয়ে কেবল কোটা প্রদান করছে না, বরং তারা বেশিরভাগ মেইল ​​এবং এক্সপ্রেস ট্রেনে প্রতিবন্ধীদের জন্য বিশেষ কোচও যুক্ত করেছে। এই কোচগুলি হুইলচেয়ারগুলি সরানো, ঘোরাফেরা করা এবং শৌচাগার ব্যবহার করা সহজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এই কোচগুলিতে প্রশস্ত দরজা, প্রশস্ত শৌচাগার, হুইলচেয়ার পার্কিং এবং সহায়তার জন্য গ্র্যাব রেল রয়েছে।

Leave a Comment