সহেলি মিত্র, কলকাতা: এবার দীপাবলি (Diwali) পেল বিশ্ব স্বীকৃতি। জাতিসংঘের সংস্থা ইউনেস্কো এটিকে তাদের অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বুধবার ইউনেস্কো (UNESCO) জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থার অধরা সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানের তালিকা প্রকাশ করেছে। এতে ঘানা, জর্জিয়া, কঙ্গো, ইথিওপিয়া এবং মিশরের মতো দেশগুলির সাংস্কৃতিক প্রতীক অন্তর্ভুক্ত রয়েছে।
বিশ্ব স্বীকৃতি পেল দীপাবলি
জানা গিয়েছে, দিল্লির লাল কেল্লায় ইউনেস্কো একটি সভা করেছে, যেখানে ইউনেস্কো দীপাবলিকে তাদের অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের (ICH) তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। স্বাভাবিকভাবেই এটি ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত। এই প্রথমবারের মতো দেশটি ইউনেস্কোর একটি সভা আয়োজন করেছে। ভারতের সাংস্কৃতিক প্রতীক দীপাবলি এখন ইউনেস্কোর অংশ হয়ে উঠেছে।
বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, “দীপাবলি আমাদের সভ্যতার প্রাণ।” ভারতে ১৫টি অধরা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে, যার মধ্যে রয়েছে দুর্গাপুজো, কুম্ভমেলা, বৈদিক মন্ত্র, রামলীলা এবং ছৌ নৃত্য। এই সিদ্ধান্তটি এমন একটি সময় এসেছে যখন দিল্লিতে ইউনেস্কোর আন্তঃসরকারি কমিটির অস্পষ্ট ঐতিহ্যের ২০তম সভা অনুষ্ঠিত হচ্ছে, যা ৮ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই উপলক্ষে, কেন্দ্রীয় সরকার ১০ ডিসেম্বর একটি বিশেষ দীপাবলি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে যাতে ভারতের সাংস্কৃতিক পরিচয় বিশ্বের কাছে তুলে ধরা যায়।
People in India and around the world are thrilled.
For us, Deepavali is very closely linked to our culture and ethos. It is the soul of our civilisation. It personifies illumination and righteousness. The addition of Deepavali to the UNESCO Intangible Heritage List will… https://t.co/JxKEDsv8fT
— Narendra Modi (@narendramodi) December 10, 2025
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দশমীর শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “ভারত এবং বিশ্বের মানুষ উত্তেজিত। আমাদের কাছে, দীপাবলি সংস্কৃতি এবং প্রকৃতির সাথে যুক্ত। এটি আমাদের সভ্যতার আত্মা। এটি জ্ঞান এবং ধর্মের প্রতীক। ইউনেস্কোর অস্পষ্ট ঐতিহ্যের তালিকায় দীপাবলির অন্তর্ভুক্তি এই উৎসবের বিশ্বব্যাপী জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলবে। ভগবান শ্রী রামের আদর্শ আমাদের চিরকাল পথ দেখাতে থাকুক।”
ভারতের ১৫টি ঐতিহ্যবাহী স্থান তালিকায় রয়েছে
এই ইউনেস্কোর তালিকায় বিশ্বজুড়ে এমন সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী জিনিসপত্র অন্তর্ভুক্ত রয়েছে যা স্পর্শ করা যায় না কিন্তু অনুভব করা যায়। অস্পষ্ট বিশ্ব ঐতিহ্য নামেও পরিচিত, লক্ষ্য হল এই সাংস্কৃতিক সম্পদগুলি সংরক্ষণ করা এবং ভবিষ্যত প্রজন্মের কাছে হস্তান্তর করা নিশ্চিত করা। বর্তমানে, ১৫টি ভারতীয় ঐতিহ্যবাহী স্থান ইতিমধ্যেই অস্পষ্ট বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে দুর্গাপুজো, কুম্ভমেলা, বৈদিক মন্ত্রোচ্চারণ, রামলীলা এবং ছৌ নৃত্য।