এবার সোনার মতো রুপোও রাখা যাবে বন্ধক, কবে থেকে? জানাল RBI

RBI Silver Loan

সহেলি মিত্র, কলকাতাঃ আপনার কাছেও কি রুপো আছে বা রুপো কেনার পরিকল্পনা করছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। এবার সোনার পাশাপাশি আপনি রুপোও বন্ধক রাখতে পারবেন। আর এই বিষয়ে সবুজ পতাকা দেখিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI। আর এই নতুন নিয়ম কার্যকর হবে নতুন বছর অর্থাৎ ২০২৬ সাল থেকে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

এবার রুপোও বন্ধক রাখা যাবে, জানাল RBI

আরবিআই-এর তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যা ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর। বর্তমানে, কিছু সমবায় ব্যাংক এবং নন-ব্যাংকিং আর্থিক সংস্থা (এনবিএফসি) এই সুবিধা প্রদান করছিল, কিন্তু সেগুলি নিয়ন্ত্রিত ছিল না। এখন, আরবিআই এর জন্য কঠোর এবং স্পষ্ট নিয়ম লাগু করেছে। আগামী দিন থেকে সমস্ত বাণিজ্যিক, সমবায় এবং গ্রামীণ আঞ্চলিক ব্যাংক, সেইসাথে ক্ষুদ্র অর্থায়ন ব্যাংকগুলি, রুপোর পরিবর্তে ঋণ প্রদান করতে সক্ষম হবে।

মিলবে ক্ষতিপূরণ

আরবিআই আরও স্পষ্ট করেছে যে ঋণ কেবল রুপোর গয়না বা কয়েনের জামানত হিসাবে পাওয়া যাবে। সাফ সাফ জানানো হয়েছে খাঁটি রুপো (বুনিয়ান), রুপো ইটিএফ, বা মিউচুয়াল ফান্ডের মতো বিনিয়োগ উপকরণের বিপরীতে ঋণ প্রদান করা হবে না। আরবিআই স্পষ্ট করে জানিয়েছে যে ঋণের সম্পূর্ণ পরিশোধের পর সাত কার্যদিবসের মধ্যে বন্ধক রাখা রুপো গ্রাহককে ফেরত দেওয়া হবে। যদি ব্যাংকের দোষের কারণে কোনও দেরি হয়, তাহলে গ্রাহককে প্রতিদিন ৫,০০০ টাকা হারে ক্ষতিপূরণ দেওয়া হবে।

অতিরিক্তভাবে, যদি গয়না ক্ষতিগ্রস্ত হয় অথবা ওজন বা বিশুদ্ধতার অভাব দেখা দেয়, তাহলে ব্যাংক ক্রেতাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ দেবে। আরবিআই আরও স্পষ্ট করেছে যে খাঁটি রুপো বা সোনার বিপরীতে ঋণ পাওয়া যাবে না, তবে কেবল গয়না এবং মুদ্রার বিপরীতে ঋণ পাওয়া যাবে। নিশ্চয়ই ভাবছেন এরকম সিদ্ধান্ত কেন? এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যাতে ব্যক্তিরা সোনা বা রুপোকে শুধুমাত্র বিনিয়োগ হিসেবে নয়, বরং প্রয়োজনের সময় সহায়তার উৎস হিসেবে ব্যবহার করতে পারেন।

Leave a Comment