এবার হাওড়া থেকেও ছুটবে AC লোকাল ট্রেন, কোন রুটে? জানালেন পূর্ব রেলের আধিকারিক

Howrah AC Local Train

প্রীতি পোদ্দার, কলকাতা: গাদাগাদি ভিড়ে স্বস্তি দিতেই শিয়ালদহ থেকেই পুজোর আগেই শুরু হয়ে গিয়েছিল এসি ট্রেনের পরিষেবা (AC Local Trains)। যদিও এখন গরমকাল নয় কিন্তু তবুও এসি ট্রেনের চাহিদা যেন বেড়েই চলেছে। সবচেয়ে বেশি সাড়া ফেলেছে শিয়ালদহ-রানাঘাট রুটে। আর এবার তাই হাওড়া শাখার ব্যান্ডেল রুটেও এসি লোকাল চালু হওয়ার সম্ভাবনা তৈরি হল! আর সেই কথা প্রকাশ্যে নিজের মুখেই জানালেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর।

চালু হবে আরও নতুন পাঁচটি এসি লোকাল!

শিয়ালদহ ডিভিশন সূত্রে জানা গিয়েছে কৃষ্ণনগর-রানাঘাট-কল্যাণী রুটে এসি লোকাল যাত্রীদের কাছে বেশ উল্লেখযোগ্য ভাবে সাড়া পেয়েছে। প্রায় সময়ই এসি লোকালে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে, তাই যাত্রীদের কথা মাথায় রেখে খুব শীঘ্রই আরও নতুন পাঁচটি এসি লোকাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এমতাবস্থায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শিয়ালদহ-কল্যাণী রুটে আরও নতুন একটি এসি লোকাল পরিষেবা শুরু হয়েছে। জানা গিয়েছে ট্রেনটি সোম থেকে শনিবার পর্যন্ত চলবে। শিয়ালদহ থেকে ট্রেনটি রওনা দেবে বিকেল ৩টে ৩৫ মিনিটে। তা কল্যাণীতে পৌঁছবে বিকেল ৪টে ৫২ মিনিটে। এবার কল্যাণী থেকে ট্রেনটি রওনা দেবে বিকেল ৫টা ২ মিনিটে এবং তা শিয়ালদহে এসে পৌঁছবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

রবিবারও চলবে এসি লোকাল

অন্যদিকে শিয়ালদহ–কৃষ্ণনগর এসি লোকালের পরিষেবা এবার রবিবারও মিলতে চলেছে যদিও সেটা সম্পূর্ণ পরীক্ষামূলকভাবে চালানো হবে। জানা গিয়েছে শিয়ালদহ–কৃষ্ণনগর লোকাল শিয়ালদহ থেকে রওনা দেবে সকাল ১১টা ৫৫ মিনিটে এবং কৃষ্ণনগর পৌঁছবে ২টো ১১ মিনিটে। অন্যদিকে কৃষ্ণনগর থেকে রওনা দেবে বিকেল ৪টা ৫ মিনিটে যা শিয়ালদহে পৌঁছবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। তার মাঝে বিধাননগর, দমদম, বেলঘরিয়া, সোদপুর, খড়দহ, ব্যারাকপুর, শ্যামনগর, নৈহাটি, কাঁচড়াপাড়া, কল্যাণী, চাকদা ও রানাঘাট স্টেশনে স্টপেজ দেবে। ক্রমেই এই দুই রুটেই যাত্রী সংখ্যা বাড়ছে। আর তাই এবার হাওড়া শাখার ব্যান্ডেল রুটেও চালু হতে চলেছে এসি লোকাল!

আরও পড়ুন: সর্বস্ব নিয়ে পাপ মুছতে গীতার উপর ৫০ টাকা রেখে পালাল ‘চোর’! অবাক কাণ্ড কালনায়

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর জানিয়েছেন, এইমুহুর্তে হাওড়া থেকে ব্যান্ডেলের মধ্যে সমীক্ষার কাজ চলছে। সবদিক খতিয়ে দেখেই ওই রুটে এসি লোকাল চালানোর সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি শিয়ালদহ ডিভিশনের এসি লোকালের সাফল্য দেখে বেশ খুশি সকলে। রিপোর্ট অনুযায়ী শিয়ালদহ-কল্যাণী- রানাঘাট রুটে এসি লোকালের প্রায় ১৫০ শতাংশের বেশি টিকিট বিক্রি হচ্ছে। অন্যদিকে, কৃষ্ণনগর-শিয়ালদহ রুটেও এসি লোকালে ৯০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে টিকিট বিক্রি। তাই যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে আরও পাঁচটি নতুন এসি ট্রেন আনা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

Leave a Comment