এবার WhatsApp খুললেই দেখতে হবে বিজ্ঞাপন! ঘোষণা Meta-র

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার হোয়াটসঅ্যাপে (WhatsApp) মেসেজ করতে গেলেও দেখতে হবে বিজ্ঞাপন! হ্যাঁ, শুধু সময়ের অপেক্ষা, এমনই দৃশ্য এবার সামনে আসছে! সোমবার Meta একটি ঘোষণা করে জানিয়েছে, এবার থেকে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস বা আপডেট ট্যাবে দেখা যাবে বিজ্ঞাপন। আর এ নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।

হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসেই এবার বিজ্ঞাপন

যারা হোয়াটসঅ্যাপের আপডেটস ট্যাব ব্যবহার করে, তারা ভালোভাবেই জানে যে, সেখানে বন্ধুদের শেয়ার করা স্ট্যাটাস থাকে, যা 24 ঘণ্টার পর অটোমেটিক চলে যায়। আর এখানে এবার ঢুকবে স্পন্সর কনটেন্ট, মানে বিজ্ঞাপন। জানা গিয়েছে, এই উদ্যোগ শুধুমাত্র ব্যবসা বাড়ানোর জন্যই নেওয়া হচ্ছে। Meta নিজেই বলেছে যে, ব্যক্তিগত চ্যাটে কখনো বিজ্ঞাপন দিয়ে বিরক্ত করা হবে না। তবে স্ট্যাটাস ট্যাবেই দেখতে হবে বিজ্ঞাপন।

প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাতারা প্রথম থেকেই বিজ্ঞাপন আনার বিরোধিতা করেছিল। 2020 সালে Meta এই পরিকল্পনা বাতিল করলেও 2023 সালে হোয়াটসঅ্যাপের সিইও আবার জানিয়ে দেন যে, কাজ চলছে। তবে এমন ভাবে বিজ্ঞাপন আনা হবে, যাতে কোনও ব্যক্তিগত অভিজ্ঞতা নষ্ট না হয়। আর শেষ পর্যন্ত Meta ঠিক তখনই এরকম সিদ্ধান্ত নিল, যখন তাদের বিজ্ঞাপন থেকেই বার্ষিক আয় 160 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ ১৫ জুলাই থেকে Youtube থেকে আয় আরও কঠিন! ১০ বছরের পুরনো ফিচার বন্ধ করছে Google

কেমন ভাবে কাজ করবে এই বিজ্ঞাপন?

Meta-র অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোনোরকম ব্যক্তিগত মেসেজ বা কল সেকশন বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হবে না। তবে আপনার লোকেশন, ভাষা এবং কোন চ্যানেল ফলো করেন এবং কীভাবে বিজ্ঞাপনগুলির সঙ্গে আপনি ইন্টারেক্ট হন, সেই হিসাবে বিজ্ঞাপন কাস্টমাইজ করা হবে।

জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের Explore বোতামে ক্লিক করলেই দেখতে পাবেন প্রমোট চ্যানেল। আর সেগুলিকে হাইলাইট করেই বিজ্ঞাপন দেখানো হবে। এমনকি চ্যানেল সাবস্ক্রাইব করার মাধ্যমে এক্সক্লুসিভ আপডেট পাওয়ার সুযোগ থাকবে। এক কথায় ফেসবুক এবং ইনস্টাগ্রাম যেখানে আগে থেকেই বিজ্ঞাপনে ভরপুর, সেখানে এবার হোয়াটসঅ্যাপকেও জুড়ে দিল Meta! শুধু এখন হাতেগোনা কয়েকটা দিনের অপেক্ষা।

Leave a Comment