বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধুত্ব নিয়ে চর্চা চলে গোটা বিশ্বে। এবার এই দুই বন্ধু তথা রাষ্ট্রনেতার এক সেলফি দেখিয়ে আমেরিকার আইনসভায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি নিয়ে প্রশ্ন তুললেন মার্কিন আইনসভার ডেমোক্র্যাট সদস্য সিডনি কমলাগের ডাভ। তাঁর বক্তব্য, ভারতের মতো বন্ধু রাষ্ট্রকে শত্রুদের ঘনিষ্ঠ হতে বাধ্য করা হচ্ছে। ট্রাম্পের ভারত নীতিতে নিজের নাক নিজেই কেটেছে আমেরিকা (India America Relations)!
ভারত-রাশিয়ার বন্ধুত্ব নিয়ে ট্রাম্পকে চাঁচাছোলা আক্রমণ!
বিগত দিনগুলিতে আমেরিকার শাসক ডোনাল্ড ট্রাম্পের নানান কঠিন বিদেশ নীতির কারণে যেভাবে নয়া দিল্লি এবং ওয়াশিংটন ডিসির দূরত্ব বেড়েছে তাতে একেবারেই খুশি নন আমেরিকার বাসিন্দারা। এ নিয়ে বেশ কয়েকবার গলা চড়িয়েছিলেন ট্রাম্প বিরোধীরা। রাশিয়া থেকে তেল কেনার কারণে দুই ধাপে ভারতের উপর মোট 50 শতাংশ শান্তিমূলক শুল্ক থেকে শুরু করে ভারতীয়দের জন্য H1B ভিসা নিয়ে কড়াকড়ি, সবমিলিয়ে ক্রমশ খারাপ হয়েছে দুই দেশের সম্পর্ক। সে কারণেই ট্রাম্পের এমন নীতিকে ভারত বিরোধী নীতি বলে আখ্যা দিলেন আমেরিকান ডেমোক্র্যাট নেত্রী সিডনি।
বুধবার আমেরিকার আইনসভায় প্রেসিডেন্ট ট্রাম্পের বিদেশ নীতি নিয়ে পর্যালোচনা বৈঠক চলাকালীন বক্তব্য রাখার সময় পেছনে রাখা মোদি এবং পুতিনের গাড়ির ভেতরকার একটি সেলফি বা পোস্টার দেখিয়ে সিডনিকে বলতে শোনা গিয়েছিল, “এই ছবিই অনেক কিছু বলে দিচ্ছে। আমেরিকার কৌশলগত বন্ধুদের শত্রুদের হাতে তুলে দিয়ে আপনারা নোবেল পুরস্কার পাবেন না কিন্তু।” এদিন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার পাশাপাশি ট্রাম্পের বিদেশ নীতি নিয়ে এক প্রকার ঠাট্টা ছলেই এসব কথা বলেছিলেন সিডনি। সেই সাথে, ভারত এবং রাশিয়ার গাঢ় বন্ধুত্বের পেছনে ট্রাম্পের বিদেশ নীতিকেই খাড়া করেছেন তিনি। সেই সাথে আগামীতে যাতে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ সঙ্গীরা হাতছাড়া না হয়ে যায় সেদিকেও নজর দিতে বলেছেন ডাভ।
#WATCH | US representative Sydney Kamlager-Dove says, “When Trump took office at the beginning of this year, the Biden administration handed him a bilateral relationship at the height of its strength… These were hard-earned accomplishments and the product of strategic… pic.twitter.com/GcVUTKvIq4
— ANI (@ANI) December 10, 2025
অবশ্যই পড়ুন: প্লেয়ারদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা! পাকিস্তানে খেলতে যাওয়ার আগে বড় পদক্ষেপ অস্ট্রেলিয়ার
উল্লেখ্য, দীর্ঘ অপেক্ষা কাটিয়ে গত 4 ডিসেম্বর সন্ধ্যায় ভারতের মাটিতে পা রাখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই প্রটোকল ভেঙে বন্ধুকে বিমানবন্দরে স্বাগত জানাতে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তারপরই নিজের ব্যক্তিগত গাড়িতে বসিয়ে পরবর্তীতে পুতিনকে নিজের বাসভবনে নিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর সেই সফর কালেই গাড়ির মধ্যে একটি সেলফি তুলেছিলেন মোদি এবং ভ্লাদিমির। সেটাই পরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।