এশিয়া কাপের আগেই নতুন দায়িত্ব, ক্যাপিটালসের প্রধান কোচ হলেন সৌরভ গাঙ্গুলী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন ভূমিকায় দেখা যাবে বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলীকে। বিগত বেশ কয়েকদিন ধরেই একটা আভাস পাওয়া যাচ্ছিল যে, এবার হয়তো একেবারে আলাদা দায়িত্বে ধরা দিতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক গাঙ্গুলী। অবশেষে সেটাই হল।

অধিনায়ক, প্রশাসকের পর এবার কোচ হিসেবে নতুন ইনিংস শুরু করতে চলেছেন দাদা। রিপোর্ট অনুযায়ী, SA20 লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হতে চলেছেন সৌরভ।

জেএসডব্লিউ স্পোর্টসের হাত ধরেই নতুন দায়িত্ব পাচ্ছেন দাদা

এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জনপ্রিয় দল দিল্লি ক্যাপিটালসের দায়িত্ব সামলেছেন সৌরভ গাঙ্গুলী। অনেকেই হয়তো জানেন রাজধানীর এই দলটির অর্ধেক মালিকানা রয়েছে জেএসডব্লু স্পোর্টসের হাতে।

শুধু তাই নয়, দাদার নতুন কর্মক্ষেত্র তথা SA20 লিগের দল প্রিটোরিয়া ক্যাপিটালসেরও মালিক এই সংস্থা। একই সাথে দলটির ভাগ রয়েছে জিএমআর গ্রুপেরও। আসলে সৌরভ যেহেতু জেএসডব্লু স্পোর্টসের ডিরেক্টর অফ ক্রিকেট, তাই তাঁকেই এবার প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব দিয়েছে সংস্থাটি।

ইতিমধ্যেই নতুন কোচ হিসেবে দাদাকে স্বাগত জানিয়ে সোশ্যাল মিডিয়ায় হ্যান্ডেলে ঘটা করে পোস্ট দিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। বলা বাহুল্য, সৌরভের আগে এই দলটির প্রধান কোচের দায়িত্বে ছিলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জোনাথন ট্রট।

 

 

View this post on Instagram

 

A post shared by Pretoria Capitals (@pretoriacapitals)

অবশ্যই পড়ুন: ২৬১৯ টাকার পণ্যে ১৭,৫০০ টাকার শুল্ক! এই কারণে আমেরিকার ডাক পরিষেবা স্থগিত করল ভারত

উল্লেখ্য, সৌরভ গাঙ্গুলী এক নন, জানা যাচ্ছে, দাদার সহকারি কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার শন পোলককে দায়িত্ব শপে দিয়েছে ক্যাপিটালস ম্যানেজমেন্ট। আসলে গত মরসুমে 10 ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছিল এই দল। তাই আন্তর্জাতিক ক্রিকেটের দুই কিংবদন্তির কাঁধে ভর করে আসন্ন মরসুমে সেরার সেরা হওয়াটাই লক্ষ্য SA20 লিগের জনপ্রিয় দল প্রিটোরিয়া ক্যাপিটালসের।

Leave a Comment