বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপ (Asia Cup) শুরু হতে আর কয়েকটা দিন। সেই আসরে ভারতের প্রথম ম্যাচ রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। আর তার আগেই উঠে আসছে বড় খবর। শোনা যাচ্ছে, আগামী 10 সেপ্টেম্বর UAE-র বিরুদ্ধে মাঠ দখলের আগেই বড়সড় অগ্নিপরীক্ষা দিতে হতে পারে টিম ইন্ডিয়ার ছেলেদের। আপাতত যা খবর, রিঙ্কু সিংদের এই পরীক্ষা হতে পারে দুবাইয়েই। জানা গিয়েছে, এশিয়া কাপের প্রথম ম্যাচের আগে এই পরীক্ষার মাধ্যমে ভারতীয় ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের ফিটনেস যাচাই করবে।
কঠিন পরীক্ষার মুখে সূর্য কুমাররা!
ওয়ান ক্রিকেটের রিপোর্ট অনুযায়ী, এশিয়া কাপের আগে ভারতীয় ক্রিকেটারদের ব্রঙ্কো টেস্ট দিতে হবে বলেই জানিয়ে দিয়েছিলেন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ আদ্রিয়ান লেরু। সেই মতোই, নতুন ফিটনেস টেস্টের জন্য অনুমোদন দিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু তা সত্বেও পরবর্তীতে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে এই বিশেষ পরীক্ষা দিতে হল না রোহিত শর্মা, শুভমন গিলদের। বদলে তারা ফিটনেস সংক্রান্ত ইয়ো ইয়ো টেস্ট দিয়েছেন।
প্রশ্ন উঠছে, ঠিক কোন কারণে বেঙ্গালুরুতে নেওয়া হলো না ব্রঙ্কো টেস্ট? যদিও এর উত্তরে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার এশিয়া কাপের জন্য দুবাইয়ে পৌঁছবেন টিম ইন্ডিয়ায়ার ছেলেরা। শুক্রবার থেকে সেখানেই অনুশীলন শুরু করবেন তারা। আর এরই মাঝে বিদেশের মাটিতে রিঙ্কু সিংদের ফিটনেস যাচাই করতে ব্রঙ্কো টেস্টের আয়োজন করা হতে পারে।
পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে কী হবে?
বোর্ডের একটি সূত্র বলছে, দুবাইতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রঙ্কো টেস্টে উত্তীর্ণ হতে না পারলে ক্রিকেটাররা এশিয়া কাপের দল থেকে বাদ পড়বেন কিনা, সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। যদিও গোটা বিষয়টি নির্ভর করবে প্রধান কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্তের উপর। সূত্র বলছে, গম্ভীর যদি টিম ইন্ডিয়ার ছেলেদের ফিটনেসের উপর বিশেষ জোর দেন তবে আগামী দিনে ব্রঙ্কো টেস্ট বাধ্যতামূলক হওয়ার পাশাপাশি অনুর্তীর্ণ ক্রিকেটাররা বাদ পড়তে পারেন।
অবশ্যই পড়ুন: ভয়ঙ্কর ট্র্যাফিক জ্যামে ৬ ঘণ্টা মহিলার সঙ্গ দিলেন Rapido ড্রাইভার, নিলেন না অতিরিক্ত চার্জও
ব্রঙ্কো টেস্ট কী?
সাধারণত ব্রঙ্কো টেস্ট শুরু হয়েছিল রাগবি প্লেয়ারদের জন্য। তবে বর্তমানে ক্রিকেটের ক্ষেত্রেও এই বিশেষ পরীক্ষা প্রযোজ্য হচ্ছে। ব্রঙ্কো টেস্টে আসলে চারটি মার্কার রাখা হয়। শূন্য মিটার থেকে 20 মিটার, 40 মিটার ও 60 মিটার। যেই ক্রিকেটার পরীক্ষা দেবেন তিনি প্রথমে দৌড় শুরু করবেন শূন্য থেকে 60 মিটার পর্যন্ত। এরপর আবার ফিরে আসবেন শূন্য মিটারে। প্রথম ধাপ সম্পূর্ণ হলে, ফের শূন্য মিটার থেকে দৌড়ে পৌঁছবেন 40 মিটারে, ফিরে আসবেন আবার শূন্যতে। এরপর শূন্য মিটার থেকে দৌড়ে 20 মিটার পর্যন্ত পৌঁছে, ফের শূন্য মিটারে ফিরে আসবেন। এক কথায়, এই পরীক্ষায় মোট 1200 মিটার দৌড়াতে হয় খেলোয়াড়দের, যা থেকে নির্বাচকরা বুঝে নেন কোন ক্রিকেটার কতটা ফিট।