বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপের দামামা বাজলো বলে… আগামী 9 সেপ্টেম্বর থেকে সমস্ত জল্পনা কাটিয়ে, শুরু হতে চলেছে বহু অপেক্ষিত এশিয়া কাপ টুর্নামেন্ট। 2026 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এই টুর্নামেন্টটি টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। সেই মতোই আসন্ন সেপ্টেম্বরে 20 ওভারের বহু দাপুটে ক্রিকেটারের পারফরমেন্স দেখার সৌভাগ্য হবে ক্রিকেট ভক্তদের।
সংস্করণটা যেহেতু টি-টোয়েন্টি, কাজেই এবছর এশিয়া কাপে অসংখ্য চার, ছয় দেখতে পাবেন দর্শকরা। একই সাথে, এশিয়া কাপের মঞ্চে দাঁড়িয়ে ব্যাট হাতে বহু নতুন রেকর্ড গড়বেন দেশ-বিদেশের ক্রিকেটাররা।
কিন্তু এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক কোন ক্রিকেটার, তা জানা আছে? আজকের প্রতিবেদনে রইল এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী 5 খেলোয়াড়ের তালিকা। যাঁদের মধ্যে 3 জনই ভারতীয়।
এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক 5 ব্যাটসম্যান
সনাথ জয়সুরিয়া
News 24 এর প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপের ইতিহাস সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যানের নাম সনাথ জয়সুরিয়া। শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটসম্যানের এই রেকর্ড আজও ভাঙতে পারেননি কেউই। বলে রাখি, এশিয়া কাপে 25টি ম্যাচ খেলে 1220 রান করেছিলেন এই প্রাক্তন লঙ্কান ব্যাটার। 1990 থেকে 2008 সাল পর্যন্ত এশিয়া কাপে শ্রীলঙ্কার হয়ে দাপট দেখিয়েছেন তিনি।
রোহিত শর্মা
এশিয়া কাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন ভারতীয় মহাতারকা রোহিত শর্মা। এই টুর্নামেন্টে অংশ নিয়ে সর্বসাকুল্যে 1210 রান করেছেন হিটম্যান। তবে যদি শুধু ওয়ানডে ফরম্যাটের কথা বলা হয় সেক্ষেত্রে এশিয়া কাপের একদিনের সংস্করণে তাঁর মোট রান 939। অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে 271 রান করেছেন তিনি।
বিরাট কোহলি
এশিয়া কাপের ইতিহাসে মোট 16 ম্যাচে অংশ নিয়ে 1171 রান করা বিরাট কোহলি এই টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। বলা বাহুল্য, এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে 742 রান ও টি-টোয়েন্টি ফরম্যাটে 429 রান রয়েছে রাজা কোহলির। যা এশিয়া কাপের টি-টোয়েন্ট সংস্করণে সর্বোচ্চ।
কুমার সাঙ্গাকারা
এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহ ক্রিকেটারদের তালিকায় চতুর্থ স্থানে জায়গা হয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারার। এই লঙ্কান ক্রিকেটার এশিয়া কাপের মোট 24 ম্যাচে অংশ নিয়ে 1075 রান করেছেন।
অবশ্যই পড়ুন: পাকিস্তানের বাড়বাড়ন্ত ছোটাবে নির্ভয়! ভারতের এই ক্ষেপণাস্ত্রের ক্ষমতা জানলে গর্ব হবে
সব শেষে সচিন তেন্ডুলকর
অবাক লাগলেও, এশিয়া কাপের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রাহক ব্যাটসম্যানদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ক্রিকেটের ভগবান হিসেবে খ্যাত সচিন তেন্ডুলকর। এই টুর্নামেন্টে 23টি ম্যাচ খেলে 971 রান করেছিলেন মাস্টার ব্লাস্টার সচীন।