বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘ অপেক্ষা কাটিয়ে মঙ্গলবার এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। তবে দুর্ভাগ্যের বিষয়, ফর্মে থাকা সত্ত্বেও সেই স্কোয়াডে জায়গা হয়নি শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়ালদের। আর এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন এই দুই তারকাকে বাদ দিয়ে স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড?
প্রশ্নটা উঠছে মূলত আইয়ারের বাদ পড়া নিয়ে। এবার সে বিষয়েই মুখ খুলল টিম ইন্ডিয়ার নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকর। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তাঁকে সঙ্গ দিলেন এশিয়া কাপে ভারতীয় দলের অধিনায়ক সূর্য কুমার যাদবও।
কেন এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ আইয়ার, জয়সওয়াল?
গতকাল অর্থাৎ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইয়ার এবং যশস্বীর এশিয়া কাপের দল থেকে বাদ পড়ার কারণ ব্যাখ্যা করেছিলেন টিম ইন্ডিয়ার নির্বাচন কমিটির চেয়ারম্যান আগরকর। প্রথমে জয়সওয়ালের বাদ পড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এই ঘটনা সত্যিই দুর্ভাগ্যজনক।
তবে বিগত এক বছর ধরে অভিষেক শর্মা যা করেছে তাতে তাঁকে সরিয়ে রাখার কোনও জায়গা নেই। পাশাপাশি আমাদের বোলিং বিভাগের ক্ষেত্রেও অপশন দরকার। সেজন্যই অলরাউন্ডার হিসেবে অভিষেককে সুযোগ দেওয়া হয়েছে। তাই স্বাভাবিকভাবে একজনকে বাদ দিতেই হত।
একইভাবে আইয়ারের বাদ পড়া নিয়ে কথা বলতে গিয়ে অজিত জানিয়েছিলেন, এশিয়া কাপ থেকে বাদ পড়ায় ওর কোনও দোষ নেই। শ্রেয়স আইয়ার কোন জায়গায় খেলবে? বর্তমানে তাঁকে অপেক্ষা করতে হবে।
এশিয়া কাপের স্কোয়াড আগে থেকেই তৈরি ছিল, তাই জায়গা না থাকায় আইয়ারদের সুযোগ দেওয়া হয়নি! এদিন খানিকটা এমন ইঙ্গিতই দিয়েছিলেন টিম ইন্ডিয়ার প্রধান নির্বাচক। বলা বাহুল্য, এশিয়া কাপের 15 সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়লেও ভারতীয় দলের স্ট্যান্ডবাইতে রয়েছেন বাঁহাতি ওপেনার যশস্বী।
🚨 A look at #TeamIndia‘s squad for #AsiaCup 2025 🔽 pic.twitter.com/3VppXYQ5SO
— BCCI (@BCCI) August 19, 2025
অবশ্যই পড়ুন: শশুরকে বাবা সাজিয়ে পঞ্চায়েত অফিসে চাকরি করছিলেন বাংলাদেশের নাগরিক! ফের শিরোনামে বনগাঁ
প্রসঙ্গত, আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। এবছর আয়োজক ভারত হলেও এশিয়া কাপের ম্যাচগুলি গড়াবে সংযুক্ত আরব আমিরশাহীর দুই জনপ্রিয় শহর আবুধাবি এবং দুবাইতে। বলা বাহুল্য, আগামী 10 সেপ্টেম্বর UAE-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া। এরপর আগামী 14 সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে ম্যাচ রয়েছে ভারতের।