বিক্রম ব্যানার্জী, কলকাতা: মাস পেরোলেই এশিয়া কাপ। সেই মতোই গত 19 আগস্ট 15 সদস্যের দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়ার স্কোয়াডে জায়গা হয়নি শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল, কে এল রাহুলের মতো যোগ্য ক্রিকেটারদের। যার জেরে ভারতীয় সমর্থকদের প্রশ্নের মুখে পড়েছিল BCCI।
প্রশ্ন উঠেছিল গৌতম গম্ভীরের সিদ্ধান্ত নিয়েও। অনেকেই বলেছিলেন, গম্ভীর রাজ যতদিন থাকবে, ততদিন ভারতীয় দলে আইয়ারদের মতো ক্রিকেটারদের জায়গা হওয়াটা যথেষ্ট কঠিন। এহেন আবহে, এবার ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতমকে নিয়ে মুখ খুললেন এশিয়া কাপের ভারতীয় স্কোয়াড থেকে বাদ পড়া আরেক দাপুটে ক্রিকেটার।
এশিয়া কাপ থেকে বাদ পড়েই গম্ভীরকে নিয়ে মুখ খুললেন ধ্রুব জুরেল
ইংল্যান্ডের বিরুদ্ধে গত 5 ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় দলের সদস্য ছিলেন উইকেট কিপার ব্যাটসম্যান ধ্রুব জুরেল। ইংরেজদের মাটিতে সিরিজের শেষ ম্যাচে ঋষভ পন্থের বদলি হিসেবে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে জায়গা পেয়েছিলেন জুরেল। তবে দুঃখের বিষয়, এশিয়া কাপের আগে তাঁকে নিয়ে জল্পনা চললেও 15 সদস্যের স্কোয়াডে খুঁজে পাওয়া যায়নি ধ্রুবের নাম।
বদলে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে জায়গা হয়েছে সঞ্জু স্যামসন এবং জিতেশ শর্মার। তা নিয়ে একটা চাপা অভিমান মনে রয়েছে জুরেলের। আর ঠিক সেই আবহে, এবার টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরকে নিয়ে মুখ খুললেন ভারতীয় তারকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে, ভারতীয় ক্রিকেটার জুরেল প্রধান কোচ সম্পর্কে বলেন, তিনি সবসময় আমার কাছে আসেন এবং আমাকে বলেন আপনি যেকোনও সময় আমার সাথে কথা বলতে পারেন। চাইলে আমাকে ফোন করেও কথা বলতে পারেন আপনি। আমি সব সময় আপনাকে সমর্থন করব।
জুরেলের সংযোজন, গম্ভীর নাকি তাঁকে বলেছিলেন, আপনি কেবল পরিশ্রম করে যান। আর কিছু চাইনা। এরপরই ভারতীয় দলের উইকেট কিপার ব্যাটসম্যান জানান, খুব ভাল লাগে যখন টিম ইন্ডিয়ার প্রধান কোচ আমার সাথে নিজে এসে কথা বলছে। এতে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়।
“If you are around @GautamGambhir, you always feel motivated. You feel pumped up. The kind of energy and aura he has, like I said, when he comes into the huddle and speaks, everyone gets pumped up. It feels really good. He makes you feel like, “We are going in, we are the best,… pic.twitter.com/KyOaqvHr05
— Madhav Sharma (@HashTagCricket) August 25, 2025
অবশ্যই পড়ুন: ভারতে তৈরি প্রথম Maruti Suzuki e Vitara-র সূচনা করলেন প্রধানমন্ত্রী, রপ্তানি হবে ১০০টি দেশে
উল্লেখ্য, 2025 এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়ার 15 সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি ঠিকই, তবে ভারতের রিজার্ভ দলে সুযোগ পেয়েছেন টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান ধ্রুব জুরেল। বলে রাখি, জুরেলের সাথেই টিম ইন্ডিয়ার স্ট্যান্ডবাই তালিকাতে রয়েছেন যশস্বী জয়সওয়ালও।