বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপের মঞ্চে নামার আগেই চমক দিচ্ছেন ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। সম্প্রতি নিজের ঘন কালো কেশের রঙ বদলে নতুন লুকে হাজির হয়েছিলেন তিনি। এবার নজর কাড়ল তাঁর 20 কোটি টাকা মূল্যের হাতঘড়ি (Hardik Pandya Watch)। হ্যাঁ, এশিয়া কাপের জন্য প্রথম দিনের অনুশীলনেই পান্ডিয়ার হাতে দেখা গেল বহুমূল্যের ঘড়িটি। হিসেব বলছে, হার্দিকের ঘড়ির দাম পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা প্লেয়ারদের মোট বেতনের থেকেও বেশি! শোনা যাচ্ছে এশিয়া কাপ ২০২৫ এর মোট প্রাইজ মানি ২.৬ কোটি। মানে এশিয়া কাপের প্রাইজ মানির থেকে প্রায় ১০ গুন বেশি দামি হার্দিকের ঘড়ির মূল্য।
হার্দিকের ঘড়ি সম্পর্কে যা জানা গেল…
সাধারণত ঘড়ির প্রতি ভারতীয় তারকার ঝোঁক একটু বেশিই। বেশ কয়েকবার ক্যামেরার মুখোমুখি হয়ে হার্দিক জানিয়েছেন সে কথা। ঘড়ি পরতে তিনি কতটা ভালবাসেন, তা বোঝা যায় ভারতীয় ক্রিকেটারের হাতঘড়ির কালেকশন দেখলেই। শেষবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে দুবাইতে গিয়েই বিপুল দাম দিয়ে একটি ঘড়ি কিনে আনেন হার্দিক। যা বেশ কয়েক সপ্তাহ চর্চায় ছিল।
তবে, পান্ডিয়ার সমস্ত বহুমূল্যের হাতঘড়িকে টপকে গিয়েছে এশিয়া কাপের অনুশীলনে ব্যবহৃত ঘড়িটি। খোঁজ নিয়ে জানা গেল, হার্দিক পান্ডিয়া অনুশীলনের সময় যে ঘড়িটি পরেছিলেন সেটি আসলে বিদেশি সংস্থা রিচার্ড মিলির RM 27-04 মডেল। বলা বাহুল্য, এই ঘড়িটি মূলত তৈরি করা হয়েছিল জনপ্রিয় অ্যাথলিটদের সঙ্গে হাত মিলিয়ে। বিশেষত, রাফায়েল নাদালের সঙ্গে হাত মিলিয়ে এই বহুমূল্যের ঘড়িটি তৈরি হয়। যদিও সেটা ছিল, রিচার্ড মিলির RM-27-03 অর্থাৎ হার্দিক পান্ডিয়ার ঘড়িটির আগের মডেল।
বেশ কয়েকটি ওয়েবসাইট খতিয়ে দেখে জানা গেল, হার্দিক পান্ডিয়া যে ঘড়িটি পরে অনুশীলনে নেমেছিলেন সেটি গোটা বিশ্বে মাত্র 50টি তৈরি করা হয়েছিল। যার মধ্যে একটি নিজের হাতে পরে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন খোদ ভারতীয় অলরাউন্ডার পান্ডিয়া। বলে রাখা ভাল, এই ঘড়িটি মূলত হাই পারফরম্যান্স, লিমিটেড এডিশনের ঘড়ি। যা কোনওরকম মেশিনের সাহায্য ছাড়াই তৈরি করা হয়, এক কথায় হ্যান্ডমেড। না বললেই নয়, হার্দিক পান্ডিয়ার এই ঘড়িটির দাম যেহেতু 20 কোটি টাকা, কাজেই এটি গোটা এশিয়া কাপের পুরস্কার মূল্যের থেকেও অনেক বেশি।
অবশ্যই পড়ুন: নেপালে গুলিবিদ্ধ ভারতীয় ট্রাকচালক!
পাকিস্তানের নামজাদা ক্রিকেটারদের মোট বেতনের থেকেও দামি হার্দিকের ঘড়ি
অনেকেই হয়তো অবাক হবেন, হার্দিক পান্ডিয়া যে ঘড়িটি পরে এশিয়া কাপের অনুশীলনে নেমেছিলেন তার অধিক দামের কারণে এবার ট্রোলের শিকার হয়েছে পাকিস্তান। জানা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্যে A ক্যাটাগরির প্লেয়ারদের বাৎসরিক বেতন 13 লক্ষ 95 হাজার টাকা। ধরা যাক, কেন্দ্রীয় চুক্তির A বিভাগে 30 জন ক্রিকেটার রয়েছেন, সেক্ষেত্রে সমস্ত ক্রিকেটারের মোট বেতন মেলালাও তা পান্ডিয়ার ঘড়ির দাম ছুঁতে পারবে না।