বিক্রম ব্যানার্জী, কলকাতা: আদৌ এশিয়া কাপে গড়াবে ভারত পাকিস্তান ম্যাচ? এই মুহূর্তে এমন প্রশ্নের গুরুত্ব খুঁজে পাচ্ছেন না বহু ক্রিকেটপ্রেমী। কারণ, সূত্র বলছে ইতিমধ্যেই পাকিস্তানের সাথে এশিয়া কাপের মঞ্চে মুখোমুখি হতে এক প্রকার রাজি হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আর সেই সূত্র ধরেই, ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপের ম্যাচ নিয়ে জোর আলোচনা চলছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অন্দরে। এবার সেই মতোই, ভারত বনাম পাকিস্তান মহারণের ভেন্যু ঠিক করে দিল ACC। কোথায় গড়াবে ম্যাচ? রইল সব তথ্য।
কবে, কোথায় গড়াবে এশিয়া কাপের ভারত-পাক ম্যাচ?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভি ঘোষণা করেছিলেন, আগামী 9 সেপ্টেম্বর থেকে গড়াবে এশিয়া কাপ, চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। একই সাথে, সংযুক্ত আরব আমিরশাহীতে গড়াবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ।
এবার সেই সূত্রেই, এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়ে দিল ভারত বনাম পাকিস্তান ম্যাচ গড়াবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। আগামী, 14 সেপ্টেম্বর সমস্ত জল্পনা উড়িয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। বলা বাহুল্য, মহসিন নকভির সোশ্যাল পোস্ট অনুযায়ী, সংযুক্ত আরব আমিরশাহীর মূলত দুটি ভেন্যুতে গড়াবে এশিয়া কাপের ম্যাচগুলি। যার মধ্যে 11টি ম্যাচ আবুধাবিতে এবং বাকি 8টি দুবাইয়ে হওয়ার কথা।
অবশ্যই পড়ুন: যাত্রী সুবিধার্থে কবি সুভাষ থেকে ক্ষুদিরাম পর্যন্ত শাটল! শুরু হচ্ছে পরিষেবা, ভাড়া কত?
এশিয়া কাপে ভারতের ম্যাচ
প্রথমেই বলে রাখি, আসন্ন সেপ্টেম্বরের এশিয়া কাপের একই গ্রুপে জায়গা পেয়েছে ভারত এবং পাকিস্তান। তবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ছাড়াও এ গ্রুপে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমান। অন্যদিকে বি গ্রুপে জায়গা হয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং এবং বাংলাদেশের। এবার আসি এশিয়া কাপে ভারতীয় দলের ম্যাচ প্রসঙ্গে। নির্ধারিত সূচি অনুযায়ী, এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ রয়েছে 10 সেপ্টেম্বর, সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। এরপর 14 সেপ্টেম্বর পাকিস্তানের ম্যাচ শেষে একেবারে 19 সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে নামবে ভারতীয় দল।