বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে এশিয়া কাপ। আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত এই টুর্নামেন্ট। সেই মতো ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে পাকিস্তান। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এশিয়া কাপের দল ঘোষণা করার কথা রয়েছে ভারতের।
আর তার ঠিক আগেই বৈভব সূর্যবংশীর এশিয়া কাপের দলে অন্তর্ভুক্তি নিয়ে বাড়ল জল্পনা। কেননা, 1983 সালের বিশ্বকাপ জয়ী এবং প্রাক্তন ভারতীয় ওপেনার কৃষ্ণমাচারী শ্রীকান্ত এশিয়া কাপের জন্য ভারতীয় দলের ওপেনিং জুটি হিসেবে কয়েকজনের নাম প্রকাশ করেছেন। আর সেই তালিকায় নাম উঠেছে বৈভবের। তবে দুঃখের বিষয়, শ্রীকান্তের পছন্দের তালিকা থেকে বাদ পড়েছেন সঞ্জু স্যামসন।
বৈভবকে এশিয়া কাপে দেখতে চান শ্রীকান্ত!
সম্প্রতি চিকি চিকা ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কৃষ্ণমাচারী শ্রীকান্ত আসন্ন এশিয়া কাপের ভারতীয় দলে ওপেনার হিসেবে অভিষেক শর্মার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। এছাড়াও, অভিষেকের সাথে ভারতের হয়ে ওপেনিং করার জন্য যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন ও বৈভব সূর্যবংশীর মধ্যে থেকে যে কোনও একজনকে দলে দেওয়ার পরামর্শ দিয়েছেন।
তবে দুঃখের বিষয়, শ্রীকান্তের পছন্দের তালিকায় নাম নেই ভারতীয় ক্রিকেটার সঞ্জু স্যামসনের। ইউটিউব ভিডিও চলাকালীন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে বলতে শোনা যায়, ইংল্যান্ডের বিরুদ্ধে শর্ট বলে সঞ্জু কিছুই করতে পারেননি। আমার মনে হয়, তার পক্ষে ওপেন করাটা কঠিন হবে। আমি যদি নির্বাচক হতাম, তাহলে সঞ্জু নয়, অভিষেক শর্মাই আমার প্রথম পছন্দ হতেন।
এরপরই ভারতীয় কিংবদন্তি বলেন, দ্বিতীয় পছন্দ বলতে গেলে যশস্বী জয়াওয়াল, সাই সুদর্শন ও বৈভব সূর্যবংশীর মধ্যে থেকে যেকোনও একজনকে দলে নেওয়া যেতে পারে। সব মিলিয়ে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মতে, এশিয়া কাপে ওপেনিং করার জন্য বৈভব সূর্যবংশীও দুর্দান্ত বিকল্প হতে পারেন। আর সেই খবর প্রকাশ্যে আসার পর থেকেই এশিয়া কাপে খুদে বৈভবের অন্তর্ভুক্তি নিয়ে বেড়েছে জল্পনা।
অবশ্যই পড়ুন: নেই বাবর, রিজওয়ান! একাধিক বদল এনে এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান
প্রসঙ্গত, ইউটিউব ভিডিওতে একেবারে জোর দিয়ে শ্রীকান্তকে বলতে শোনা যায়, আমি আমার 15 সদস্যের দলে বৈভব সূর্যবংশীকেও অন্তর্ভুক্ত করব। ও বিগত ম্যাচগুলিতে দুর্দান্ত পারফর্ম করেছে। এছাড়াও সুদর্শন অরেঞ্জ ক্যাপধরী। পাশাপাশি জয়সওয়ালও ভাল ছন্দে রয়েছেন। অতএব সুদর্শন, সূর্যবংশী অথবা যশস্বীর মধ্যে থেকে যেকোনও একজনকে এশিয়া কাপে অভিষেকের সাথে ইনিংস খেলানো উচিত। সে ক্ষেত্রে স্যামসন ও জিতেশ শর্মার মধ্যে যেকোনও একজনকে উইকেট রক্ষক হিসেবে বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন শ্রীকান্ত।