বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপ শুরুর আগেই ভারতীয় দল নিয়ে নানান তথ্য উঠে আসছে। কিছু রিপোর্ট বলছে, এশিয়া কাপের ভারতীয় দলে জায়গা পাবেন শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, কে এল রাহুলরা। কিছু প্রতিবেদনে আবার দাবি করা হচ্ছে, এশিয়া কাপের ভারতীয় দল কার্যত প্রস্তুত। সঞ্জু স্যামসন, অভিষেক শর্মাদের বদলে গিলদের সুযোগ দেবে না বোর্ড।
এমন দোলাচলের মাঝেই এবার প্রকাশ্যে এলো আরেক রিপোর্ট। মানি কন্ট্রোলের প্রতিবেদন বলছে, আসন্ন 9 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের ভারতীয় দলে সুযোগ পাবেন শুভমন গিল। শুধু তাই নয়, গিলকে সহ অধিনায়কের আসনেও বসানো হতে পারে। পাশাপাশি, PTI-র সূত্র বলছে, এশিয়া কাপে নাকি নিশ্চিত জসপ্রীত বুমরাহ।
সহ অধিনায়কের পদ হারাবেন অক্ষর প্যাটেল?
ওই রিপোর্ট অনুযায়ী, সব ঠিক থাকলে এশিয়া কাপের ভারতীয় দলের হয়ে ঝাপিয়ে পড়বেন জসপ্রীত বুমরাহ। যেখানে সাম্প্রতিক কয়েকটি রিপোর্ট দাবি করছে, প্রাথমিকভাবে এশিয়া কাপে বুমরাহর সুযোগ পাওয়াটা বেশ কঠিন। শোনা গিয়েছিল, খেলোয়াড়ের পুরোনো চোট এবং ওয়ার্ক লোডের কথা মাথায় রেখে তাঁকে হয়তো বিশ্রামে রাখা হতে পারে।
এদিকে মানি কন্ট্রোলের রিপোর্ট অনুযায়ী, একেবারে সহ অধিনায়ক হিসেবে এশিয়া কাপের ভারতীয় দলে সুযোগ পাবেন শুভমন। আর এই ঘটনা ঘটলে ভারতীয় টি-টোয়েন্টি দলের সহ অধিনায়কের পদ হারাতে হবে অক্ষর প্যাটেলকে। যে বিষয়টা এই মুহূর্তে জলের মতো পরিষ্কার!
অবশ্যই পড়ুন: গরুকে ধর্ষণের চেষ্টা! শিলিগুড়িতে পাকড়াও অভিযুক্ত
উল্লেখ্য, চলতি মাসের তৃতীয় সপ্তাহ নাগাদ এশিয়া কাপের দল ঘোষণা করবে ভারত। আর তার আগেই জসপ্রীত ও গিলকে নিয়ে এমন রিপোর্টে কার্যত খুশির ঢল নামাবে ভারতীয় দলের ভক্ত সমর্থকদের মধ্যে, সে কথা বলার অপেক্ষা রাখে কি? এছাড়াও রিপোর্ট বলছে, গিল এবং বুমরাহ ছাড়া ভারতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে সে অর্থে কোনও উল্লেখযোগ্য বদল আসবে না।