বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মে মাসের সংঘাতের পর পহেলগাঁও জঙ্গি হামলাকে সামনে রেখে, ভারত-পাক সম্পর্ক তলানিতে ঠেকেছে। আগামী দিনে কবে বা আদৌ দুই প্রতিবেশীর সম্পর্ক ঠিক হবে কিনা তা নিয়ে উত্তর নেই কারোর কাছেই। এহেন আবহে, প্রকাশ্যে এসেছে এশিয়া কাপের দিনক্ষণ। ঘোষিত হয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচের তারিখও।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ঘোষণা অনুযায়ী, আগামী 14 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে গড়ানোর কথা দুই চিরপ্রতিদ্বন্দ্বী দ্বৈরথ। এদিকে, অপারেশন সিঁদুর এখনও চলমান। সে কথা ইতিমধ্যেই নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাজেই, সমস্ত দিক মাথায় রেখে আদৌ গড়াবে ভারত বনাম পাকিস্তান ম্যাচ?
বোর্ডের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে ক্রীড়ামন্ত্রক?
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাম্প্রতিক ঢাকাভিত্তিক বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়েছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা। শোনা যায়, এরপরই এশিয়া কাপ নিয়ে জট কেটেছে। শুধু তাই নয়, ভারত বনাম পাকিস্তান ম্যাচ আয়োজনের ক্ষেত্রেও নাকি রাজি হয়ে গিয়েছে BCCI।
যদিও এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্তের কারণে তুমুল সমালোচিত হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রশ্ন উঠছে, পাকিস্তানের এমন ব্যবহারের পরও কীভাবে পশ্চিমের পড়শির সাথে ম্যাচ আয়োজনে রাজি হয়ে গেল বোর্ড?
যদিও সম্প্রতি সংবাদ সংস্থা PTI-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রীড়ামন্ত্রকের এক কর্মকর্তা জানিয়েছেন, এখনও ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রীড়ামন্ত্রীকের অধীনে আসেনি। তবে সংসদে 2025 ক্রীড়াবিল পেশ করা হয়েছে। কিন্তু তা এখনও পাস না হওয়ার কারণে বোর্ডের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে পারছে না ক্রীড়া মন্ত্রক। এরপরই ক্রীড়া মন্ত্রকের ওই কর্তা বলেন, আমরা শুধু দেখছি ভারতীয় ক্রিকেট বোর্ড সাধারণ মানুষের আবেগকে কতটা মর্যাদা দেয়!
অবশ্যই পড়ুন: মাত্র ১৫ বছরেই কঙ্কালসার চেহারা! ভেঙে ফেলা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন
উল্লেখ্য, মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে কণ্ঠ উঁচিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, অপারেশন সিঁদুর এখনও চলছে। ভারত সন্ত্রাসবাদকে গোড়া থেকে নির্মূল করবে। পাকিস্তানের জন্য এটি বড় বার্তা! প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর আদৌ পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দল নামানোর সিদ্ধান্ত নেবে BCCI? উঠছে প্রশ্ন। তবে শেষ পর্যন্ত এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের ভবিষ্যৎ কোন দিকে গড়ায়, তা জানতে অপেক্ষা ছাড়া আর দ্বিতীয় কোনও বিকল্প নেই।